রমজান মাসে ইনস্টাগ্রামের স্পেশাল ইফেক্ট
ইনস্টাগ্রাম হলো ফেসবুকের একটি অংগ সংগঠন । রমজান মাসের প্রথম দিন কে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রাম ক্যামেরা তে চাদের মতো একটি ইফেক্ট দিয়েছে ।
এই ইফেক্ট টি দিয়ে আপনার লেখা টেক্সট গুলোকে চাদের মতো করা যাবে । এখানে কোনো কিছুই করতে হবে না নিজের থেকে এই ইফেক্টি চলে আসবে । আর আপনারা এই ইফেক্ট টিকে নিজের পছন্দ মতো জায়গায় বসাতে পারবেন ।
ইনস্টাগ্রাম এ ছাড়াও আরেকটি উদ্যোগ গ্রহণ করেছে । তা হলো একটি হ্যাশট্যাগ এর ক্যাম্পেইন চালু করেছে ।
#MonthOfGood এটা হলো সেই হ্যাশট্যাগ । এটা ব্যবহার করে ছড়িয়ে দিন রমজান মাসের প্রতিচ্ছবি । গোটা মুসলিম জাহানের সংস্কৃতি কে ছড়িয়ে দেওয়ার জন্য খুবই উপকারি সলুশন ।
এই নেওয়ার মুল কারন হলো মুসলমানদের উৎসাহ প্রদান করা । এখানে রমজান মাসে দান ও সেবা মূলক বিষয় গুলো তুলে ধরার জন্য এই ব্যবস্থা করা হয় ।
এটা করার পেছনে একটি কারন হলো গত বছর রমজানে এমন সব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে দেড় কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী রমজানের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সংক্রান্ত পোস্ট করেছেন । আর যার অধিকাংশের হ্যাশট্যাগ ছিল ‘ডোনেট’ ও ‘চ্যারিটি।’
আর আমিও মুসলমান হিসেবে এই হ্যাশটাগটি ব্যবহার করবো । আর আপনারাও ব্যবহার করুন । আমাদের ধর্মকে আরো একবার ডিজিটাল ভাবে ছড়িয়ে দেয় ।
ধন্যবাদ সবাই কে ।
(তথ্য সংগৃহীত)কালের কন্ঠ
Cause it is a kind of respective work to muslim
Ok
Ok
Nice
oo