রমজান মাসে দোয়া কবুলের দুটি সময়
রমজান মাসে দোয়া কবুলের দুটি সময় (সবার জানা জরুরি)
রমজান মাস ,এমনিতেই রহমতের মাস । এই মাসে আল্লাহ তায়ালা র রহমত অনবরত বর্ষিত হতেই থাকে । তারপর ও দুই টা সময় এমন আছে , যেখানে কিনা আল্লাহ রাব্বুল আলামীনের অসীম রহমত বর্ষিত হয় ,আর তখন আল্লাহ তায়ালা বান্দাকে না করতে পারেন না । আজকে আমরা এই দুই টি সময় নিয়ে আলোচনা করবো ।
∆∆∆ রাতের দুই ভাগ অতিক্রম হওয়ার পর যে দোয়া করা হয়। সেই দোয়ায় আল্লাহ পাক কোনো বান্দা কে নিরাশ করেন না ।
©®©® সে হিসেবে সময় টা হচ্ছে ফজরের আগ মুহূর্তে । আর আল্লাহ তায়ালা নিজে বলেছেন,
“কে আমাকে ডাকবে? যার ডাকে আমি সাড়া দেবো।”
আল্লাহ তায়ালা আরো বলেন , “কে আমার কাছে কিছু চাইবে? যা আমি তাকে দান করবো।”
এর দ্বারা বুঝা যায় , সময়টা আল্লাহ তায়ালার জন্যে কতোটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ,তা বলে শেষ করা যাবে না। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন তাই আর অবহেলা না করে আপনারা আল্লাহর কাছে চায়ে নিন । বলা হয়ে থাকে রমজান মাস আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মাস ।
∆∆∆ আর দ্বিতীয় সময় টা হলো –
একেবারে মাগরিবের আগে
ইফতারের ঠিক আগ মুহূর্তে বান্দা রোজায় ক্লান্ত, পিপাষার্ত ও ক্ষুধার্থ থাকে। খাবার সামনে রেখে বসে থাকে , আল্লাহ পাকের দেয়া সময়ের জন্য অপেক্ষা করতে থাকে । এসময় যদি আল্লাহ তায়ালার কাছে কেউ কিছু চাই তাহলে আল্লাহ তায়ালা তাকে ফিরিয়ে দেন না ।
আল্লাহ তার চাওয়াকে পূরন করেন । আল্লাহ পাক দেওয়ার জন্য বসে আছে ,আমাদেরকে চেয়ে নিতে হবে ।
তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো , আল্লাহর কাছ থেকে বেহেশত চাইবো , আর দুনিয়াবি যদি কিছু চাওয়ার থাকে তাহলে সেটাও চাইবো । সর্বোপরি আল্লাহ পাকের নিকট থেকে আমরা চাইবো ।
দোয়া কবুল হওয়ার সময় গুলো আমরা নষ্ট না করে চাইতে থাকবো ।
Ok
Nice
gd