বিসমিল্লাহি রহমানের রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহতালার
আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি
আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে । ধর্ষণের অভিযােগ ।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গত শুক্রবার রাতে বাড়ি । থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ( ১৩ ) ধর্ষণের অভিযােগ পাওয়া গেছে । এ ছাড়া নারায়ণগঞ্জে এক কিশােরীকে ( ১৫ ) ধর্ষণের অভিযােগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে । | দামুড়হুদার ঘটনায় গত রােববার রাতে থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির । বাবা । এতে অভিযােগ করা হয় , উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণির ওই ছাত্রী শুক্রবার রাত আটটার দিকে শৌচাগারে যেতে ঘরের বাইরে বের হয় । এ সময় ওত পেতে থাকা প্রতিবেশী যুবক রাহেদ আলী ( ৩৫ ) ও সাদ্দাম হােসেন ( ৩৫ ) গামছা দিয়ে তার মুখ বেঁধে পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করেন । একপর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে মাঠেই ফেলে পালিয়ে যান তারা । রাত ১০টার দিকে চেতনা ফিরলে মেয়েটি বাড়িতে এসে মা – বাবাকে সব জানায় । পরে তার মা – বাবা ওই যুবকদের বাড়িতে গিয়ে এর বিচার চান । তখন উল্টো তাদের গালিগালাজ করে । বাড়ি থেকে বের করে দেওয়া হয় । ঘটনা জানাজানি হলে স্থানীয় মাতবরেরা বিষয়টি মীমাংসার । আশ্বাস দেন । কিন্তু দুই দিনেও এর অগ্রগতি না । হওয়ায় রােববার রাতে মেয়েটির বাবা দামুড়হুদা মডেল থানায় ওই দুই যুবককে আসামি করে মামলা করেন । | স্থানীয় ইউনিয়ন পরিষদের ( ইউপি ) সদস্য ইয়াসমিন খাতুন বলেন , যাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে , তাঁদের বিরুদ্ধে চোরাচালানসহ বিভিন্ন অভিযােগে একাধিক মামলা রয়েছে । দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবদুল খালেক গতকাল বলেন , আসামিদের ধরতে অভিযান চলছে । স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানাে হয়েছে । | এদিকে রােববার নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় আল আমিন সিকদার নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযােগে মামলা করেছে এক কিশােরী ( ১৫ ) । অভিযােগে সে জানায় , নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আল আমিনের সঙ্গে সম্প্রতি ফেসবুকে তার পরিচয় হয় । সেই পরিচয়ের সূত্র ধরেই ৯ মার্চ বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে আল আমিন তাকে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরায় নিয়ে যান । এরপর রেস্তোরার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন আল আমিন । ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন তিনি । ফতুল্লা মডেল থানার পরিদর্শক বলেন , আল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে । কিশােরীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলছে ।
আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আল্লাহ হাফেজ
Sad
Aita akhon akta common bisoy a porinoto hoice aitar shotik bicar hocce na bolei ato barce
ahare..so sad
Good Post
দুঃখজনক
Sad
প্রশাসন কি করে??
mormantik ghotona
sad
Nice post
good post.
nice
keep it up
😡
sad