ক্যাপচা এমন একটি টেস্টিং সিস্টেম যার মাধ্যমে একটি প্রোফাইলে লগইন কারী মানুষ নাকি রোবট বা সফটওয়্যার তা আলাদা করা যায়। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে ক্যাপচা থাকাকালীন কেনো রিক্যাপচা এবং নন ক্যাপচা ব্যবহার করা হয়? তাহলে চলুন তা জেনে নেই।
ক্যাপচা সিস্টেম খুব ভালোই ব্যবহার হচ্ছিলো কিন্তু বাগড়া বাধলো কিছু জায়গায়। মানুষ কিংবা রোবট আলাদা করতে পারলেও কিছু বট বা ম্যালিসিয়াস সাইটের জন্য ক্যাপচা প্রস্তুত ছিলোনা। তাই মাঝেমধ্যে ক্যাপচার সুরক্ষার বেষ্টণী ভেদ করে কিছু বট প্রোফাইলের ক্ষতি করতে পারতো। তাই ২০০৭ সালে রিক্যাপচা নামক আরেকটি টেস্টিং সিস্টেম লঞ্চ করা হয় যেটি আগেরটি থেকে বেশি সুরক্ষিত এবং আগের থেকে সহজ হবে মানুষের জন্য।
রিক্যাপচা এখন বহুল ব্যবহৃত। রিক্যাপচাও আমরা সবাই ব্যবহার করেছি। রিক্যাপচার জন্য আপনাকে কয়েকটি ছবি দেয়া হয় এবং বলা হয় সেসব ছবি থেকে একটি নির্দিষ্ট বস্তু বের করে সেসব ছবি সিলেক্ট করে সাবমিট করতে। যেমন ধরুন আপনাকে ৬ টি ছবি দেয়া হলো এবং বলা হলো সেখান থেকে যেসব ছবিতে ল্যাম্পপোস্ট আছে সেগুলো সিলেক্ট করতে। ৬ টির মধ্যে ৪ টি ছবিতে ধরুন ল্যাম্পপোস্ট আছে। আপনাকে সেগুলো সলেক্ট করতে হবে। সাধারণত রোবট বা বট এসব জিনিস ধরতে পারেনা। ছবির অস্পষ্টতা, ছোট ছোট ডিটেইলস সবকিছু মিলিয়ে ছবি থেকে সেসব বস্তু রোবট ধরতে পারেনা। তাই একাউন্ট থাকে সুরক্ষিত। তাছাড়া ছবি সিলেক্ট করা ক্যাপচা কোড লেখার চেয়ে কম কষ্টসাধ্য কিন্তু কম্পিউটারের জন্য বেশি কষ্টকর।
এখন কথা বলি নো ক্যাপচা নিয়ে। ক্যাপচা রিক্যাপচা তো ভালোই কাজ করছিলো তাহলে নো ক্যাপচা কেনো লাগবে? ওই যে আগেই বললাম গুগোল এমন সিস্টেম খুজে চলেছে যা সময় নেবে কম এবং কষ্ট কম হবে মানুষের কিন্তু সহজেই বট বা কম্পিউটারের হ্যাকিং চালাকি ধরতে পারবে। নো ক্যাপচাও আমরা সকলে ব্যবহার করেছি। রিক্যাপচারই একটি ভার্সন হলো নো ক্যাপচা। রি ক্যাপচার আপডেট ভার্সনে লঞ্চ করা হয় নো ক্যাপচা। নো ক্যাপচা মানে এখানে আপনাকে কোনো কোড বা ছবি সিলেক্ট করা লাগবে না। খুব সহজ না? কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে সুরক্ষা কিভাবে থাকবে? এখানে আসছে আসল ব্যাপার। এক্ষেত্রে I’m not a robot ক্লিক করার পর গুগোল আপনার মাউসের কার্সর মুভমেন্ট, আপনার আইপি এড্রেস, ব্রাউজার কুকিস, লোকেশন, রিসেন্ট ব্রাউজার মুভুমেন্ট চেক করবে। তা অবশ্যই গোপনীয়তার সাথে। আর কিছু বিষয় তারা চেক করবে কিন্তু তারা তা গোপন রেখেছে। প্রধানত তারা আপনার কাররস্র মুভমেন্ট ও আইপি এড্রেস টাই গুরুত্ব দেয়। আপনি যদি মানুষ হন তাহলে অবশ্যই আপনার কার্সর মুভমেন্ট হবে এলোমেলো। কোন প্যাটার্ন থাকবে না কিংবা আকাবাকা পছে কার্সর মুভ করবে। কিন্তু কম্পিউটার হলে তা মোটেই আকাবাকা হবেনা। বড়ং তা হবে সরল্রেখায়। এভাবেই মূলত তারা বুঝতে পারে।
আজ এপর্যন্তই। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ইন শা আল্লাহ নেক্সট পোস্টে অন্য বিষয় নিয়ে লিখবো।
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Jene nilam.
❄
Hmm
informative
hmm
Ok
দেখে আসুন হোয়াটএপ এর এন্ড টু এন্ড এনক্রিপশন কি ?
https://grathor.com/%e0%a6%b9%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%9f%e0%a6%8f%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%a8/
ok
ok