রেডিয়েশন নির্গমনে শাওমি আছে এক নাম্বারে
রেডিয়েশন নির্গমনে শাওমি আছে এক নাম্বারে
আমরা প্রতিনিয়ত স্মার্ট ফোন ব্যবহার করে করে অভ্যস্ত হয়েগেছি । আর দিনে দিনে স্মার্টফোন আরো আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে । স্মার্টফোন ছাড়া আমরা চলতেই পারবো না ।
এই স্মার্টফোন কে আমরা সবসময়ই আমাদের শার্টের পকেটে, প্যান্টের পকেটে, ঘুমানোর সময় মাথার কাছে রাখতে অভ্যস্ত । কিন্তু আমরা কি জানি ? এই ফোন থেকে যে কি পরিমানে রেডিয়েশন নির্গমন হয় , যা আমাদের বড়ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিতে সক্ষম ।
স্মার্টফোন থেকে কি পরিমানে রেডিয়েশন নির্গমন হয় ,তার একটা পরিমাপ জানার চেষ্টা করে
জার্মান ফেডেরাল অফিস ফর রেডিয়েশন প্রোটেকশন । তারা একটা গবেষণা চালায় এবং তারা একটা জরিপ প্রকাশ করেছে তালুকা আকারে । গত ডিসেম্বর মাসে বাজারে যেসব মোবাইল আসে ,সেগুলো নিয়েই মূলত এই গবেষনা চালানো হয় ।
তারা যে তালিকা প্রকাশ করে তাতে সবচেয়ে বেশি রেডিয়েশন নির্গত হওয়া ৮ টি ফোন শাওমির তৈরী । তাছাড়াও আইফোন ৭, ৮ ও রয়েছে এই তালিকায় ।
আপনার ফোনটি পরিবেশ বান্ধব কিনা তা জেনে ব্যবহার করুন , আর নিরাপদ থাকুন । সুস্থ থাকুন ।
Oh shit
Ok
❤️
Nice