উত্তরঃ রোগের নাম ও রোগ প্রতিরোধক টিকাগুলো হলঃ
১. বিসিজি টিকাঃ যক্ষা রোগে বিসিজি টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ায় দুই সপ্তাহ পর টিকার স্থান ফুলে লাল হয়ে যায়। আরও দুই সপ্তাহ পর শক্ত দানা বা ক্ষত হতে পারে।জন্মের পর এই টিকা দেওয়া হয়।
২. ওপিভি টিকাঃ
ওপিভি টিকা পোলিও প্রতিরোধ করে।জন্মের পর ছয় সপ্তাহ মধ্যে এই টিকা দেওয়া হয়।
৩. প্যান্টাভেলেন্ট ভ্যাকসিনঃ
এই টিকা ৫ টি রোগ প্রতিরোধ করে।জন্মের ৬ সপ্তাহ পর এই টিকা দেওয়া হয়।
৪. টিটি টিকাঃ
এই টিকা ধনুষ্টংকার রোগ থেকে রক্ষা করে। ১৫ থেকে ৪৯ বয়সি সকল বয়সি মহিলাকে ওই টিকা দেওয়া হয়।