অনেকেই লেখালেখি করতে ভালোবাসে৷ অনেকেই আবার লেখালেখিকে তার পেশা হিসেবে নিয়েছে৷ সাধারণত সবাই কম্পিউটারেই তাদের লেখালেখির কাজ করে থাকে৷ কিন্তু অনেকেরই নিজেস্ব কম্পিউটার থাকে না অনেকেই কম্পিউটার ব্যবহার করতে পারে না৷ যার ফলে অন্যকে টাকা দিয়ে লেখালেখির কাজগুলো করাতে হয়৷ আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার অ্যান্ড্রোয়েড ফোনের মাধ্যমেই সেসকল কাজ করতে পারেন৷ তাই আজ আপনাদেরকে লেখালেখি করার জন্য সেরা ৫টি অ্যাপ সম্পর্কে বলবো৷
১৷ WPS Office
আপনার ফোনে WPS Office থাকা আর আপনার কাছে মাইক্রোসফ্ট অফিস থাকা একই কথা৷ এই অ্যাপটির মাধ্যমে আপনি ডমুমেন্ট তৈরি করতে পারবেন, এক্সেলের কাজ করতে পারবেন, পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন৷ তাছাড়া আপনি আপনার তৈরিকৃত ফাইলটিকে পিডিএফ হিসেবে সংরক্ষণ করতে পারবেন৷ আপনি তাইলে যেকোনো ডকুমেন্ট স্ক্যানও করতে পারবেন৷ আমি এই লেখাটি WPS Office এর মাধ্যমেই লিখছি৷ তাড়াছা আপনি চাইলে বিভিন্ন ধরনের টেমপ্লেট ডাউনলোড করে ব্যবহীর করতে পাকবেন৷ এই অ্যাপটার দুটো অপশন আছে এক হলো ফ্রি আর অন্যটা হচ্ছে প্রিমিয়াম যা ক্রয় করতে হয়৷ আপনার কীজের সব কিছু ফ্রি অপশনেই পেয়ে যাবেন৷
২৷ Microsoft Word
সেরা লেখালেখি অ্যাপগুলোর মধ্যে মাইক্রোসফ্ট ওয়ার্ড অন্যতম৷ এর মাধ্যমে আপনি সেই সকল কাজ করতে পারবেন যা আপনি কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ডে করতে পারতেন৷ এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ৷ আপনি চাইলে আপনার কম্পিউটার এর সাথে এটা কানেক্ট করতে পারবেন৷ যার ফলে আপনাকে কাজ করার জন্য আপনার ল্যাপ্টপ কে সাথে নিয়ে যেতে হবে না৷ এটা স্ক্যানার ও আছে যার সাহায্যে আপনি যেকোনো ডকুমেন্ট আপনার ফোন কেমেরার মাধ্যমে স্ক্যান করে নিতে পারবেন এবং ডকুমেন্ট আকারে সংরক্ষণও করতে পারবেন৷
৩৷ iA Writer
এই অ্যাপটি দীর্ঘদিন আইওএস এবং ওএসএক্স ডিভাইসগুলোতে জনপ্রিয় ইডিটরের জায়গা দখল করে ছিল৷ এটি অ্যান্ড্রোয়েডে যাত্রা শুরু করে ২০১৫ সালে এবং খুব কম সময়েই বিপুল জনপ্রিয় হয়ে উঠে৷ এর ফিচারগুলোর মধ্যে অন্যতম কিছু ফিচার হচ্ছে- সম্পূর্ণ মার্কডাউন ব্যববার করা যায়, ড্রপবক্স এবং গুগল ড্রাইভ থেকে ফাইল এক্সপোর্ট-ইনপোর্ট করা যায়৷ তাছাড়া বিভিন্ন ফর্মেটে ফাইল সংরক্ষণ করা যায়৷
৪৷ Inkredible
সৃজনশীল লেখকদের জন্য এই অ্যাপটি খুবই উপকারি৷ যারা মনে করেন যে টাইপ করার চেয়ে হাতের লেখার থেকে ভালো কিছুই নেই তাদের জন্যই এই অ্যাপ এর মাধ্যমে আপনি আপনার নিজের হাতেই লিখতে পারবেন টাইপ করতে হবে না৷ এর মাধ্যমে লেখকরা একটা বড় স্ক্রিন পায় যাতে তারা সহজেই লিখতে পারে৷ এটা ব্যবহার করতেও অনেক সহজ৷
৫৷ ColorNote Notepad Notes
নাম দেখে বুঝে গিয়েছেন যে এটা একটি নোট রাইটিং অ্যাপ৷যারা ছোট ছোট নোট লিখেন তাদেরকে এটা খুব সাহায্য করবে৷ এটার মাধ্যমে আপনি অ্যপ ওপেন না করেই লিখতে পারবেন৷ তাছাড়া অন্য সব নোট রাইটিং অ্যাপের তুলনায় এটির ফিচার বেশি ভালো৷
ডাউনলোড করে নিন 8400 টাকা দামের অ্যান্টিভাইরাস একদম ফ্রীতে
আসসালামুআলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভাল আছেন সুস্থ আছেন । তো অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আজকে আমি অসাধারণ একটি পোস্ট...