শিশুদের লাইফস্টাইল

আশাকরি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি শিশুদের লাইফস্টাইল সম্পর্কে কিছু বলতে চাই। আশাকরি আপনারা সবাই গুরুত্ব সহকারে পরবেন। বর্তমানে বড়দের চেয়ে শিশুরা লাইফস্টাইলের দিকে অনেকটা এগিয়ে আছে।কারন শিশুদের জীবনে রয়েছে অনেক ঘটনা। সকলের শিশু জীবন ছিল খুবই ভালো। কেননা আমাদের শিশু জীবনে কোনো অহংকার ছিল না। শিশুরা ছোট বেলায় রাতে যখন বের হতো, আকাশের দিকে যখন তাকাতো, আকাশের তারাকে তারা ছোট ছোট স্টার মনেকরত। এবং তারা ভাবত যে,সেগুলো এক সময় পরে যাবে।  শিশুরা  যখন টেলিভিশন দেখত তখন তারা ভাবত যে টেলিভিশন ভাঙ্গলে অভিনীএিদের  আনা যাবে। শিশুদের কল্পনা অনেক বাহিরে থাকে।কেননা তাদের মন খুবই ভালো। কিন্তু শিশুরা একে অপরের কিছু দেখে কিনার জন্যে  তারা খুবই আগ্রহ হয়েপরে। শিশুরা সাধারণত অন্যেকে দেখে কিছু করার চেষ্টা করে। এখন আমি আমার শিশু কালের লাইফস্টাইল সম্পর্কে বলবো।আমি যখন শিশু ছিলাম তখন আমরা ধারণা ছিল যে, আমি কবে বড় হবো। কিন্তু এখন বুঝতে পারি যে শিশু কালীন জীবন ছিল আমার জন্যে অনেক আনন্দময়। শিশু আমরা যখন রতের বেলায়  জোনাকি পোকা দেখতাম তখন আমরা সেই জোনাকি পোকা ধরার জন্যে তার পিছনে পিছনে ছুটে জেতাম। এবং আমাদের শিশু জীবনে বেশির ভাগ মানুষের ক্ষেত্রে উপরোক্ত ঘটনা ঘটেছে। তবে আমি শিশু জীবনে শুধু ঘুরে বেড়নো টাকে পছন্দ করতাম। শিশু জীবনের একটি ঘটনা আমার এখন মনে আছে। সেই ঘটনা হলো খুবই মজার। আমি এক দিন নতুন পোশাক পরে বাড়ি থেকে যখন বেড় হলাম,তখন দেখতে পাই যে,আমার সমবয়সী এক ছেলেকে দেখতে পেলাম, তখন তাকে বললাম তুমার বাড়ি কোথায় তখন সেই ছেলেটি বলে আমার বাড়িতে।  তখন তার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে  হেসে দিলাম। আমার সেই হাসি দেখে ছেলেটি খুবই কাঁদতে লগলো। তখন আমি তাকে আমার বাড়তে নিয়ে আসলাম। সেই ছেলেটি আমাদের বাড়িতে দুই দুন রাত জাপনও করেছে। তার পরের দিন দুপুর টাইমে একজন লোক এসে তাকে নিয়ে যায়। তখন ছেলেটি আমাদের ছেড়ে যেতে চাছছিলো না। তবুও তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনও তার সাথে আমার আর দেখা হয়নি। সেই অচেনা যে লোক তাকে নিয়ে যায় সেটা ছিল তার বাবা। তাই আমি সকলকে অনুরোধ করে বলছি যে আমরা সবাই শিশুদের খুবই সচেতনতার সাথে রাখব। এই শিশু লাইফস্টাইল সম্পর্কে গল্প পড়ার জন্যে,আপনাকে অনেক ধন্যবাদ।

 

Related Posts

11 Comments

মন্তব্য করুন