শীতকালে আমাদের অনেকের হাত পা সাধারণত রুক্ষ হয়ে উঠে। সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে হাত পা পানি পায়না ,তাই হাত পা রুক্ষ হয়ে উঠে। তাই এই সময়ে হাত পায়ের আদ্রতা বজায় রাখা খুবই জরুরি। হাত পা পরিষ্কার করার পরই মশ্চরাইজার লাগিয়ে নিতে হবে। শীতকালে কখনো হাত পা ভেজা রাখা যাবেনা। মুছে সাথে সাথে মশ্চরাইজার লাগান।পরিষ্কার ,সুন্দর ,কোমল পা দুটি অন্যের সামনে সৌন্দর্যের পাশাপাশি রুচির পরিচয় বহন করে। তাই হাত পায়ের যত্ন নিয়ে এই সৌন্দর্য ফিরিয়ে আনুন। শীতকালে হাত পায়ের যত্নের প্রথম ধাপ হলো তা সঠিকভাবে পরিষ্কার করে নেয়া। তাই বাইরে থেকে আসার পর সোডা পানিতে হাত পা ভিজিয়ে রাখুন। তারপর প্রয়োজনে চিনি ,মধু এবং লেব মিশিয়ে কিছুক্ষন ম্যাসাজ করুন। শীতকালে হাটু ,গোড়ালি একটু বেশি রুক্ষ থাকে। এক্ষত্রে গ্লিসারিন খুবই কাজ করে। তাই রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন। সপ্তাহে একবার লেবু এবং মধু মিশিয়ে ম্যাসাজ করতে পারেন। শীতকালে বাইরে যাবার আগে অবশ্যই মশ্চরাইজার মেখে বেরুবেন। হাত পা আমাদের সৌন্দর্যের একটি বড় অংশ। তাই হাত পা মোলায়েম এবং মসৃণ রাখতে নিয়মিত স্ক্রাব এবং মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে ঘরে বসে স্ক্রাব করে নিতে পারেন। ১ টি পাতিলেবুর রসের সাথে ২ চা চামুচ চিনি মিশিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মেলাতে পারেন এতে মরা চামড়া উঠে যাবে। এছাড়া আপনি ময়দা এবং চালের গুঁড়ার মাস্ক ব্যবহার করলে ভালো উপকার পাবেন। এছাড়া ২ চামুচ গুঁড়া দুধ ,২ টেবিল চামুচ মধু এবং ২ টেবিল চামুচ লেবুর রস হাত পায়ে ভালো করে লাগাতে পারেন। এটি কালচে ছাপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করবে। যেকোনো ধরণের প্রসাধনী যেমন মশ্চরাইজার ,লোশন ,ক্রিম কেনার আগে ভালো কোম্পানি এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিবেন।
Related Posts
🎉 Get ৳10000 Bonus! আমরা প্রতিনিয়তই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে থাকি। কিন্তূ এই চিন্তা যখন দুশচিন্তায় পরিণত হয় তখনই…
🎉 Get ৳10000 Bonus! Many people of this age waste a lot of time watching reels Reuters. These days…
🎉 Get ৳10000 Bonus! How do girls fall in love with boys- this is what all boys want to…
🎉 Get ৳10000 Bonus! আপনি কি টিকটিকি দূর করার উপায় খুঁজছেন? কিভাবে ঘরোয়া উপায়ে টিকটিকি তাড়ানো যায় ভাবছেন? আজকে এই…
🎉 Get ৳10000 Bonus! আমরা সবাই স্বপ্ন দেখি। কিন্তু আমরা কি স্বপ্ন দেখবো সেটা আমাদের হাতে থাকে না। আজকে জানবো…
5 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Good
Balo laglo
Ok
Nice post
ok