সন্তান ছেলে না মেয়ে দায়ী কে বাবা না মা?

সন্তান ছেলে হোক বা মেয়ে আমরা কি তা জানি?কিন্তু আদিকাল থেকেই আমরা আমাদের বউকেই দোষ দিয়ে থাকি।তাহলে আজ চলেন আমরা বিজ্ঞানস্মত ভাবে জানি প্রকৃত দায়ী কে?

আমাদের মানুষদের প্রত্যেকের শরীরে ২৩ জোড়া ক্রোমোজোম আছে যার ২২ জোড়া অটোজোম আর ১ জোড়া সেক্স ক্রোমোজোম। ওই ১ জোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যো ছেলেদের থাকে xy আর মেয়েদের থাকে xx।জাইগোট গঠন এর সময় মায়ের কাছ থেকে একটা যায় আর বাবার কাছ থেকে একটা।তাহলে যেহেতু মায়ের xx তাই যে টাই যাক না কেনো ওই একটা x ই হবে আর যেহেতু বাবার xy,তাই যদি বাবার কাছ থেকে x যায় তাহলে মা বাবা মিলিয়ে xx=মেয়ে যার জন্য দায়ী বাবা।আবার যদি y আসে তাহলে বাবা মা মিলিয়ে xy=ছেলে।

তাহলে স্পষ্টত বুঝা যাচ্ছে ছেলে বা মেয়ে হওয়ার জন্য দায়ী বাবা,মা কখনই নয়।তো চলুন নিজে জেনে উপকৃত হই,অন্যকেও জানাই।

Related Posts

8 Comments

মন্তব্য করুন