আসসালামুআলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন পোস্ট নিয়ে আশা করছি পুরো পোস্টটি আপনি পড়বেন এই পোস্টটি পড়লে আপনি অবশ্যই ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো বন্ধুরা আজকের পোষ্টের মূল ট্রপিক হলো কিভাবে আপনি আপনার YT স্টুডিও দিয়ে আপনার ইউটিউব ভিডিও রেংক করাবেন খুব সহজ পদ্ধতিতে আপনাদের শেখাব তাই সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন আর এটা 100% কার্যকরী পদ্ধতি তাই কেউ ভুলেও মিস করবেন না আর বেশি কথা বাড়াতে চাইনা চলুন শুরু করা যাক।
তো বন্ধুরা আমাদের মোটামুটি সবারই একটি করে জিমেইল রয়েছে এবং আমরা অনেকেই ইউটিউব চালিয়ে থাকি শুধু শুধু সময় নষ্ট না করে আপনি ও আপনার জিমেইল এর মাধ্যমে একটি চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করতে পারেন আর আপনি আপলোড করলেই যে আপনার ভিডিও রেংকে আসবে বা ভাইরাল এর পর্যায়ে যাবে তা কিন্তু না এতে অবশ্যই আপনার সঠিক জ্ঞান থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ স্কিন থাকতে হবে তাহলে আপনি আপনার চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারবেন কিভাবে আপনি আপনার ভিডিওগুলি ভাইরাল করবেন এবং শুধুমাত্র হোয়াই টি স্টুডিও মাধ্যমে প্রথমে আপনাকে ওয়াইফ স্টুডিও সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে আর সেটা আমি আপনাদেরকে এখন বোঝাবো।
আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলেন এবার আপনি প্লে স্টোরে গিয়ে YT ইস্টুডিও লিখে সার্চ করবেন তারপর যে অ্যাপ্লিকেশন পাবেন সেটা ইন্সটল করবেন এবং আপনি যে তুমি দেরিতে কেন করেছেন এবং ছবি আপলোড করেছেন সেটা সিলেক্ট করে লগইন করবেন তারপর আপনার ভিডিওটি দেখতে পারবেন ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও GO to video Analitycs এর উপর ক্লিক করবেন তারপর আপনাকে পেয়েছে নেয়া যাবে এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন over views
Discovery Audience ইত্যাদি ইত্যাদি
এবার Over views তারপর Discovery এই দুইটা জিনিসই হল মেইন বিষয় অভার্ভিউজ এর নিচে গেলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি সার্চ করা হচ্ছে কিনা বা সাজেস্ট ভিডিওতে আসছে কিনা সমস্ত কিছু
এখন আপনি কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন ডিসকভারিতে যাবেন সেখানে গিয়ে দেখবেন ফাস্টে impressions রয়েছে সেখানে যদি দেখেন এক হাজার বা দশ হাজার তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটি এক হাজার মানুষের মোবাইলে বা কম্পিউটারে স্ক্রিনে শো করানো হয়েছে এবং তার নিচে দেখতে পারবেন impression click though rate এটা একদম সিটিআর এর মত কাজ করে আপনার ভিডিওটি যদি 1000 মানুষের স্কিনে শো করে থাকে এবং আপনার impression click though rate ধরেন কম থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটির উপর খুব কম মানুষ ক্লিক করেছে।
তাই আপনার thumbnail টি অবশ্যই আকর্ষণীয় দিবেন এতে আপনার ক্লিকের পার্সেন্ট বেড়ে যাবে আপনার প্রত্যেকটা ভিডিও ক্লিকের পার্সেন্ট কম করে হলেও 10 শতাংশ রাখতে হবে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স আছে
তার বেশি কিছু লিখতে পারলাম না সেজন্য দুঃখিত অন্য একটি পোস্টে অবশ্যই আরও লিখব ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি পোস্টটিতে কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতক্ষণ ধরে পড়ার জন্য ধন্যবাদ।
আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই
করবেন আর আমার চ্যানেল ফলো করলে আপনি থাম্মিল এবং টাইটেল সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবেন এবং যারা গেম খেলে থাকেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন কারণ আমার গেমের চ্যানেল এটা ধন্যবাদ