সেরা দশটি ভালোবাসার উক্তি!

ভালোবাসা এক পবিত্র বস্তু। প্রতিনিয়ত যেমন আমরা হৃদয়কে কলুষিত করে যাচ্ছি তেমনি ভালোবাসাকেও কলুষিত করছি। তারপরেও, ভালোবাসার পবিত্রতা স্থির এবং অপরিবর্তনীয়। আমাদের ইতিহাস, ভালোবাসার মাহাত্ম্য আমাদের প্রতিনিয়ত জানান দিয়ে যায়। ভালোবাসা পাপ নয়, ভুল পাত্রে মূল্যবান বস্তু ধারণ করাই পাপ। আসুন, জেনে নেয়া যাক ভালোবাসা সম্পর্কিত কিছু আবেগময়ী উক্তি, যা নাড়া দিবে আপনার শুষ্ক কিংবা ভালোবাসায় সিক্ত হৃদয়কে:

১। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়স্কুট হাসসুন

২। একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশনব্রাটন

৩। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেমহুমায়ূন আজাদ

৪। প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়েজর্জ বার্নার্ড শ

৫। ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে – লুইস ম্যাকেন

৬। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না নিমাই ভট্টাচার্য

৭। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই।সুইফট

৮। দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। – এনাট ফেন্স

৯। সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। – নফডেয়ার

১০। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। – গ্যেটে, কবি।

সবশেষে, আমার একটা মনগড়া উক্তি।

মানুষের জীবনে প্রেম একবারই আসে। আর যখন আসে তখন সব ভেঙে-চূড়েই আসে।  এরপরেরগুলো থাকে শুধু লোকদেখানো অভিনয়।

ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। ভালোবাসার চেয়ে মহৎ গুণ আর কিছু নেই। ভালোবাসার চেয়ে ভালোবাসাকে নিজের করাই সবচেয়ে সাধনার বিষয়। এমন একজনকেই ভালোবাসবেন যাকে নিজের করে রাখতে পারবেন আজীবন। ধন্যবাদ

Related Posts

6 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন