হার্ট এট্যাকের লক্ষণ গুলো নিম্মে দেয়া হলঃ
১ঃপ্রচণ্ড মাথা ব্যাথ্যা হওয়া।
২ঃসজা হয়ে বসতে বা দাড়াতে,মাথা ঘুরানো বা হাথুতে সমস্যা হওয়া।
৩ঃঅনেক সময়ই মুখের মাংস অবস হয়ে যাই যার জন্য মুখ থেকে লালা পরে।
৪ঃএক চোখে অথবা দুই চোখে দেকতে সমস্যা হওয়া।
৫ঃকথা বলতে বা বুজতে সমস্যা হওয়া।
৬ঃমুখ হাত ও পা অবস হয়ে যাওয়া বা সাধারনত শরিলের যে কোন এক পাস অবস হয়ে যাওয়া।
৭ঃবুকে প্রচণ্ড ব্যথা অনুভব হতে পারে।
৮ঃবুকে প্রচণ্ড চাপ অনুভব হতে পারে।
৯ঃবুকের বাম পাশে চিন চিন ব্যথা প্রচণ্ড অনুভব হতে পারে।
১০ঃঘন ঘন শ্বাস-প্রশ্বাস হতে পারে।
১১ঃপ্রচণ্ড ঘাম হতে পারে।
১২ঃবমি হতে পারে।
১৩ঃপেট জ্বালা-পোড়া করতে পারে বিশেষ করে পেটের উপরের অংশে জ্বালা-পোড়া হতে পারে।
হৃদপিণ্ড আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করে থাকে। রক্ত ফুসফুস থেকে অক্সিজেন গ্রহন করে সমস্ত শরীরে পৌঁছিয়ে দেয় আর শরীরের কোষগুলো সেই অক্সিজেন গ্রহন করে। যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন।
আশা করি সবাইকে এসব বিষয় সতর্ক হতে হবে।যদি লক্ষন গুলোর মধ্যে যে কোন একটি লক্ষণ ও কারো কাছে েদখান তাহলে তাকে দ্রুত কোন হাসপাতাল এ নেয়ার বেবস্থা করেন বা চিকিৎসক এর পরামর্শ নেন
বর্তমান বিশ্বে এক মারাত্মক মরণব্যাধির নাম স্ট্রোক। বাংলাদেশে যত মানুষ মারা যায় তার মধ্যে ১৬ ভাগের মৃত্যু ঘটে স্ট্রোকের কারণে। বিশ্বে প্রতিবছর ১৭ মিলিয়ন মানুষের স্ট্রোক হয়। এর মধ্যে ৬ দশমিক ৫ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। তবে উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসন পেলে আক্রান্তদের দুই-তৃতীয়াংশ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।আমাদের সবাইকে এইসব ব্যাপারে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে এবং জানতে হবে যে এই সমস্যার সম্মুখীন হলে তার করনিও গুলো কি কি ।
আশা করি সবাই ভাল ও সুস্থ থাকবেন।আর মনে রাকবেন সব সময়ই সুস্থ দেহ সুন্দর মন গঠন করতে সাহায্য করে।
হার্ট এট্যাকের লক্ষণ গুলো কি কি?
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
সুন্দর পোষ্ট
ভালো পোস্ট
Nice
Joss to
❤️
https://blog.jit.com.bd/a-good-quality-gpu-for-smartphones-4544
nice post
help post nice
ভালো
Thanks
nice post