২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। সুস্থ হার্ট নিয়ে জন্মগ্রহণ করার পরও আধুনিক পুঁজিবাদী লাইফ স্টাইল আমাদের আয়েশি করে তুলছে, যা আমাদের মেদবহুল করে হার্ট, কিডনি, নার্ভসহ সর্বপ্রকার অঙ্গপ্রতঙ্গকে ক্ষতিগ্রস্থ করে।
এ সব সমস্যা থেকে বাচার জন্য নিয়মিত কায়িক পরিশ্রম ও বেশি হাঁটাহাঁটি করতে হবে, ফাস্টফুড ও বেভারেজ বর্জন এবং দুশ্চিন্তাহীন জীবন যাপন করতে হবে।
দ্বিতীয়ত: যেসব শিশু হার্টের বিভিন্ন সমস্যা যেমন ( এএসডি, ভিএসডি, টফ, পিডিএ, কো-আর্কটেশন অব অ্যাওটাঁ, টিএপিভিসি, ডিওআরভি, সিঙ্গেল ভেন্ট্রিকল ও ভাল্বের নানাবিধ সমস্যা ) নিয়ে জন্মগ্রহণ করে তাদের সমস্যাটি দ্রুততম সময়ের মধ্যে নির্নিত হলে সুষ্ঠ চিকিৎসার মাধ্যমে সম্পূর্নরুপে সুস্থ করা সম্ভব।
আমাদের দেশে সরকারি ও বেসরকারি কয়েকটি হাসপাতালে হার্টের ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে, তম্মধ্যে ইবনে সিনা হাসপাতালের কাডিঁয়াক সেন্টারটি অন্যতম।
সুতরাং ছোট বড় সকলের হার্টের ব্যাপারেই সচেতন থাকুন। সকলেই সুস্থ থাকুন। বিশ্ব হার্ট দিবসে এই প্রার্থনাই রইল।
Leka kub valo hoise
Hmm
Okay
Nice
ok