বর্তমান যুগে হেয়ারস্টাইল খুবই কমন বিষয়। বেশির ভাগ মানুষ চুল সম্পর্কে এখন বেশি সচেতন। কেননা বর্তমানে বেশির ভাগ মানুষের চুল উঠে যাওয়ার ঘটনা হচ্ছে। তাই তারা তাদের চুল সম্পর্কে সবসময় সচেতন থাকে। বর্তমানে লোকেরা বিভিন্ন স্টাইলে চুল কাটিং করছে। ছেলেরাও যেমন চুলের স্টাইল সম্পর্কে সচেতন, তেমনি মেয়েরাও। মেয়েরা চুলের সুন্দরর্যের জন্যে বিভিন্ন স্যামপো ব্যবহার করে তারা তাদের চুলকে অনেক ভালো রাখার চেষ্টা করছে। কেননা মানুষের সুন্দরর্যো হচ্ছে তার চুলে। কারন মানুষের চুল না থাকলে তাকে ভালো দেখা যায় না। চুলের বিভিন্ন কাটিং রয়েছে। কিন্তু সবাই একই কাটিং দেই না, কেননা সবাইকে চুল একই ভাবে কাটিং দিলে সুন্দর দেখায় না। কারন একেক মানুষকে একেক কাটিং সুন্দর দেখায়। চুল হলো মানুষের সুন্দরর্যের অন্যতম বিষয়। বিশেষ করে ছেলেদের কয়েক মাস পর পর চুল কাটতেই হয়। তখন তারা তাদের ইচ্ছা মতো চুল কাটিং করিয়ে থাকে। কিন্তু মেয়ে ছেলেদের মতো কয়েক মাস পর পর চুল কাটিং করে না। তারা সাধারন বিভিন্ন উৎসবে, কিছু পরিমান চুল কাটিং করে থাকে। আমাদের দেশের লোকের চেয়ে অন্যান্য দেশের লোকেরা চুল স্টাইল সম্পর্কে সবসময় সচেতন থাকে। এবং তারা বিভিন্ন স্টাইলে চুল কেটে থাকে। আমাদের দেশের লোকেরা সাধারণত অন্যে দেশের লোকের হেয়ারস্টাইল দেখে তারা করে থাকে। বর্তমানে আমাদের দেশের ছেলেদের চুলের স্টাইল হচ্ছে সামনে চুল বড় রেখে দুই সাইট এবং পিছনে দিকে ছোট করা। তবে এই কাটিংয়ে তাদের অনেক সুন্দর দেখায়। কিন্তু আমরা অনেকই আছি যে একজনের কাটিং দেখে নিজিও সেই কাটিং দিচ্ছি। বর্তমানে ছোট ছোট ছেলেরা তাদের বড় ভাইদের দেখে চুল স্টাইল করা শিখতেছে। তারা এখন তাদের চুল বিভিন্ন স্টাইল ছাড়া কাটতেই চায় না। কারন তাদের এখন স্টাইল করে চুল কাটাটাই ভালো লাগে। তবে একটি কথা বেশি সত্যে যে মানুষের চুলের কাটিংয়ে তার সুন্দরর্যো। তাইতো মানুষ আর কিছুর প্রতি খেয়াল না রাখলেও তাদের চুলের প্রতি সবসময় খেয়াল রাখে। কিন্তু বর্তমানে মানুষেরা বিভিন্ন কিছু চুলে ব্যবহার করছে, যার কারনে অনেক সময় তাদের চুল উঠে যাচ্ছে। তাই আমাদের চুলে কিছু ব্যবহার করার আগে সেই জিনিস সম্পর্কে জানতে হবে। এবং বিশিঙ্গ ডাক্তারের কাছে জেনে সেই জিনিসটা ব্যবহার করতে হবে। তহলো আর আমাদের চুল উঠে যাওয়ার সম্ভবনা থাকবে না। তাই আমাদের সকলকে চুল সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। এবং অন্যেকে চুল সম্পর্কে আমাদের সচেতন করতে হবে। আশাকরি আপনারা সবাই উপরোক্ত বিষয় অনুযায়ী কাজ করবেন। সবাইকে হেয়ারস্টাইল সম্পর্কে যানার জন্যে ধন্যবাদ।
Nice
Hmm
Nice
ha ha ha …..
Nice
Ok
nc
nice post
nice post
n
Nice
Thanks
o