পাঠক বন্ধুগনদের
জানাই আন্তরিক অভিনন্দন।
আপনারা অনেকেই অনলাইন জগতে কাজ করেছেন কিন্তু সফল হতে পারেন নি, মূলত তাদের জন্যই আমার আজকের লেখা।
আমরা অনেকেই অনেক অনলাইন সিস্টেমে কাজ করেছি ।এদের মধ্যে অনেক সাইট কিংবা এ্যাপ পেমেন্ট করে আবার পেমেন্ট করে না।
কিন্তু আমি যে ওয়েবসাইটের কথা বলব সেটি দীর্ঘদিন যাবৎ থেকে পেমেন্ট করে আসছে। আপনি এই সাইটে নিয়মিত কাজ করলে আপনিও পেমেন্ট পাবেন কোনো সমস্যা হবে না।
সাইটটির নাম হচ্ছে জিপিটিপ্লানেট।
এডমিন বা মালিকঃ জিপিটিপ্লানেট এর মালিক বা এডমিনের নাম হলো Dimitrios Kornelatos (kordim) ,Greece.
জিপিটিপ্লানেট এর আগমনঃ
জিপিটিপ্লানেট ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
সদ্স্য সংখ্যাঃ
বর্তমান সদস্য সংখ্যা প্রায় চার পঞ্চাশ হাজারেরও বেশি।
টাকা প্রদানঃ
টাকা প্রদান করেছেন ৭৬০৮৬৪ ডলারের বেশি বা ৫৩২৬০৫৪২ টাকারও বেশি।
কাজ কী?
এখানে প্রতিদিন আপনাকে এ্যাড দেখতে হবে আর কিছু সার্ভে পূরন করতে হবে।
তাছাড়াও আপনি এখানে রেফার করেও আপনার আয় বাড়িয়ে নিতে পারবেন।
কিভাবে রেজিস্টার করবেন?
প্রথমে আপনি ক্রোম ব্রাইজারে গিয়ে সার্চ করুন www.gptplanet.com লিখে। তারপর পেজটি লোড নেয়া হয়ে গেলে আপনার সামনে একটি নতুন পেজ আসবে। সেখান থেকে আপনাকে জিপিটিপ্লানেট এর সাইনআপ অপশনে ক্লিক করলে একটি ফর্ম আসবে। এখন আপনাকে সেই ফাকা ফর্মটি পূরণ করে সাবমিট বা রেজিস্টার অপসনে চাপ দিয়ে ইমেইল ভেরিফিকেশন করলেই আপনার রেজিস্টার এর কাজ শেষ। তারপর লগিন করে কাজ শুরু করুন আর রেফার করে আপনার আয়ের পরিমাণ বাড়িয়ে নিন।
প্রথম অবস্হায় এখানে আপনার ইনকাম একটু কম হবে তারপর আপনি যখন সবকিছু বুঝে যাবেন তখন আপনার আয় অনেক গুন বেড়ে যাবে।
Good
O
Ok
Nice
Not interest