বর্তমান সময়ে আমরা প্রায় সবাই একটি মোবাইল ফোন বা স্মার্টফোন যায় বলুন ব্যবহার করে থাকছি। লক্ষ করলে দেখে থাকবেন প্রত্যেক পরিবারের কারো না কারো হাতেই এখন একটি স্মার্টফোন আছে।
তবে স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক কিছু যাচাই করে কিনতে হয়। কেননা আমরা সবাই চাই একটি সেরা ফোন কিনতে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকে আমি ২০ হাজার টাকায় মধ্যে সেরা ৩ টি ফোন সম্পর্কে বলবো। যদি আপনার বাজেট ২০ হাজার টাকার মতো থাকে তাহলে আপনারা এই তিনটি ফোন থেকে যেকোনো একটি ফোন কিনে ভালো মত ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
২০ হাজার টাকার মধ্যে সবচেয়ে সেরা ৩ টি মোবাইলঃ
১. Realme Narzo 30: Realme Narzo 30 ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি রেজুলেশনের IPS LSD প্যানেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির প্রসেসর হলো মিডিয়াটেক হেলিও ৬৯৫। ফোনটিতে রেয়ার প্যানেলে ক্যামেরা রয়েছে ৩ টি (48mp + 2mp + 2mp), সেলফি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল। এই ফোনটির রেম হলো ৬ জিবি এবং ফোন স্টোরেজ হলো ১২৮ জিবি। ফোনটির ব্যাটারি দেওয়া হয়েছে ৫০০০mah এর, সাথে পেয়ে যাচ্ছেন ৩০ ওয়ার্ড এর ফাস্ট চার্জার। এই ফোনটির বর্তমান বাংলাদেশ মার্কেট দাম হচ্ছে ১৯,৯৯৯ টাকা। ফোনটি প্রথমে রাখার কারণ হচ্ছে বাজেটের মধ্যে এই ফোনটির পারফরমেন্স অনেক ভালো। ক্যামেরা বলুন বা গেমিং এর ক্ষেত্রে বলুন সব দিক থেকে ভালো পারফরমেন্স দিবে ফোনটি।
২.Redmi Note 10: এই ফোনটিতে রয়েছে 6.53″ Full HD+ রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon এর 678, GPU হলো Adreno 612. এই ফোনটির ক্যামেরা হলো ৪ টি যার মধ্যে একটি হলো 48 megapixel এর Main Camera, একটি হলো 8 megapixel এর Ultra wide camera এবং বাকি দুটি হলো 2 megapixel এর Multi sensor camera এবং Depth sensor camera, মোবাইলটির font Camera হলো 13 megapixel এর। মোবাইলটির Ram হলো 4GB LPDDR4x ক্যাটাগরির এবং স্টোরেজ হলো 64GB উফস 2.2 ক্যাটাগরির। মোবাইলটির সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এর সাথে রয়েছে 33 ওয়ার্ড এর চার্জার। মোবাইলটির বাংলাদেশ দাম হচ্ছে ১৯,৯৯৯ টাকা।
৩.Xiaomi Redmi Note 9: আমাদের সর্বশেষ ফোনটি হচ্ছে Xiaomi Redmi Note 9, এটিতে দেওয়া হয়েছে 6.53 রেজুলেশনের IPS LSD Full HD+ রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসর হলো Mediatek Helio G85, ফোনটির রেয়ার প্যানেলে ক্যামেরা রয়েছে সর্বমোট চারটি যেখানে মেইন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেল এর। ফন্ট ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল এর। মোবাইলটির রেম হচ্ছে ৪ জিবি এবং স্টোরেজ দেওয়া আছে ৬৪ জিবি। ব্যাটারী হচ্ছে ৫০২০mah এর,সাথে আছে ১৮ ওয়ার্ড এর ফাস্ট চার্জার। মোবাইলটির বাংলাদেশ দাম হচ্ছে ১৮,৯৯৯ টাকা। ফোনটি বছর প্রধান কারণ হলো ২০ হাজার বাজেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এটি অনেক ভালো একটি ফোন। যদি আপনার বাজেট ২০ হাজারের মধ্যে হয় তাহলে চোখ বন্ধ করে এই তিনটি থেকে যেকোনো একটি নিতে পারেন। আল্লাহ হাফেজ