আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, সবাই কেমন আছেন? আপনি কি ২০২১ সালের কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রনালয় কতৃক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা উত্তর খুজতেছেন? আজকে আমি আমার এই পোস্ট এ ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও আপনাদের সুবিধার্থে একটি নমুনা উত্তর আপনাদের সাথে শেয়ার করব।
আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই নমুনা উত্তর থেকে ধারণা এবং কিভাবে লিখবেন সে সম্পর্কে ধারণা নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট টি আরো সুন্দর ভাবে লিখতে পারবেন।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-
বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠির প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত এবং অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো।
নমুনা উত্তর-
যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বৃদ্ধি বা শারীরিক ক্ষমতা স্বাভাবিক শিশুর থেকে ভিন্ন তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। সাধারণত তারা স্বাভাবিক শিশুদের থেকে আলাদা হয়। কিন্তু তারা ও চায় অন্যান্য শিশুদের মত শিখতে আনন্দ করতে,শেখতে, ভালোবাসা পেতে। তাই এরকম কোনো শিশু আমাদের সহপাঠি হলে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। কারণ আমার মত তারও আছে স্বাভাবিক ভাবে বাঁচার অধিকার।
নিম্নে সেই বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ কেমন হওয়া উচিত এবং আচরণ যেমন হওয়া উচিৎ নয় তা একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো –
বি:দ্র: আমি ছকটি একে দিতে না পারলে ও তোমার তোমাদের খাতায় ছক একে অ্যাসাইনমেন্ট টি সম্পূর্ণ করবে।
আচরণ যেমন হওয়া উচিৎ –
১/তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।
২/ তাকে পড়ালেখায় সাহায্য করতে হবে।
৩/তার সাথে সহানুভূতি ও সহমর্মিতা পূর্ণ আচরণ করতে হবে।
৪/সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে।
৫/তার সকল সৃজনশীল কাজে সহযোগীতা করতে হবে।
আচরণ যেমন হওয়া অনুচিত-
১/তার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবেনা।
২/তাকে দেখে অথবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না।
৩/তার কোনো কাজে বিরক্ত হওয়া যাবে না।
৪/তাকে কখনো একাকিত্ব অনুভব করতে দেওয়া যাবে না।
৫/তার কোনো কাজ বা আচরণে অভিমান করা যাবে না
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা মনের ভাব সঠিক উপায়ে প্রকাশ করতে পারে না। তাই তাকে বোঝা আর পরিবারের কষ্ট উপলব্ধি করার মানসিকতা থাকা দরকার। অন্য সব মানুষের মতোই অটিজম আক্রান্ত শিশুর আকাঙ্ক্ষা আছে। আছে দিনযাপনের অন্যসব অনুষঙ্গ ও। আমাদের সবারই উচিত তাদের সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করা। সেই মানসিকতাই পারে সমাজের বিশেষ শিশুদের স্বস্তি এনে দিতে।
নমুনা সমাধান টি হুবুহু কপি না করে ধারণা নিয়ে নিজ মেধা দিয়ে লিখবেন।
ধন্যবাদ।