Cheap price backlink from grathor: info@grathor.com

৬ষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১

আসসালামু আলাইকুম, সবাইকে grathor.com এ স্বাগতম !আজকে আমার পোস্ট এ সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা এ্যাসাইনেপন্ট প্রশ্ন ও তোমাদের সুবিধার্থে একটি নমুনা উত্তর সহজ ও সাবলীল ভাষায় লিখে দিব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-

সখীপুর গ্রামের সবুজ বাড়ির উত্তর
পাশের ঢালু জমিতে সবজি চাষ
করেছেন। দক্ষিণ পাশের জমিতে
একটি পেঁপে বাগান করেছেন। এছাড়া
তিনি বাড়ির সামনে একটি বীজতলা
তৈরি করেছেন।

উপরােক্ত তথ্যের
আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।

১। বি,আই,পি, সি.আই,পি,
কে,আই,পি, এম,আই,পিওজি.কে
প্রজেক্ট-এর পূর্ণরূপ লিখ।

২। সবুজ ঢালু জমিতে, ফলবাগানে ও
বীজতলায় কোন কোন পদ্ধতিতে
পানি সেচ দিবে?

৩। তােমার লেখা পদ্ধতিগুলাের
কমপক্ষে একটি করে সুবিধা লেখ।

৪। পানির অপচয় রােধে কোন সেচ
পদ্ধতিটি অধিক কার্যকর- তােমার
মতামত দাও।

১/উত্তর:

বি.আই.পি, সি.আই.পি, কে.আই.পি, এম.আই.পি ও জি.কে.প্রজেক্ট-এর পূর্ণরূপ হলো-

বি.আই. পি-বরিশাল সেচ প্রকল্প।

সি.আই. পি-চাঁদপুর সেচ প্রকল্প।

কে.আই.পি- কর্ণফুলী সেচ প্রকল্প।

এম. আই. পি-মুহুরী সেচ প্রকল্প।

জি.কে.প্রজেক্ট- গঙ্গা-কপােতাক্ষ সেচ প্রকল্প।

২/সবুজ ঢালু জমিতে ফল বাগানে ও বীজতলায়, প্লাবন সেচ, নালা সেচ,বর্ডার সেচ, বৃত্তাকার সেচ,ফোয়ারা সেচ পদ্ধতিতে পানি সেচ দেবে।

৩/আমার লেখা পদ্ধতিগুলাের কমপক্ষে একটি করে সুবিধা
হলো-

প্লাবন সেচ- অল্প সময়ে অধিক জমিতে সেচ দেয়া যায়।

নালা সেচ-সমস্ত জমি সমনিভাবে ভিজানাে যায়।

বর্ডার সেচ- মাটির ক্ষয় কম হয়।

বৃত্তাকার সেচ – পানির নিয়ন্ত্রণ সহজ হয়।

ফোয়ারা সেচ – বৃষ্টির মত পানি সেচ দেয়া যায়।

৪/অপচয় রােধে ‘বৃত্তাকার সেচ পদ্ধতিটি অধিক
কার্যকর।

এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ
রয়েছে সেখানেই পানি সরবরাহ করা হয়। সাধারণত বহুবর্ষজীবী
ফল গাছের গােড়ায় পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ফল বাগান এর
মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয়। অতঃপর প্রতি গাছের
গােড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযােগ
দেয়া হয়।
বৃত্তাকার সেচের সুবিধা হলােঃ

১/পানির অপচয় হয় না।

২/পানি নিয়ন্ত্রণ সহজ।

ধন্যবাদ।

তোমার শ্রেনির সকল এ্যাসাইনমেন্ট প্রশ্ন পেতে grathor.com এর শিক্ষা ক্যাটাগরি তে দেখো অথবা সার্চ দেও।

Related Posts

4 Comments

  1. আপনি আমার ইউটিউবে গুরে আসতে পারেন
    লিংকঃhttps://youtube.com/shorts/y7CcHqa2ZPc?feature=share
    আমি ইউটিউবে ফানি ভিডিও আপলোড করি দেখে আসতে পারেন
    আমার ওয়েবসাইট গুরে আসতে পারেন
    লিংকঃhttps://borisalblogger.blogspot.com/2021/06/%209%20%20%20–%20%20%20%20%20%20%20%20%20%20.html?m=1 আমার ওয়েবসাইটে আমি পতি নিয়তো ইনকামের বিষয়ে আর্টিকেল প্রকাশ করি

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No