♥ ♥__ভালবাসার ইচ্ছে__,♥ ♥

ইচ্ছে  ছিল তোমাকে  নিয়ে এক সাথে বাঁচবো,

সুখে দুখে  সব সময়  তোমার  পাশে  থাকবো।

অনেক  ভালোবাসা দেওয়ার  ইচ্ছা ছিল তোমাকে _!

তোমাকে  নিয়ে  অনেক  দূর  পর্যন্ত  যাওয়ার  ইচ্ছা

ছিলো, যত দূরে তুমি   যেতে চাও।

যেতে  যেতে  ক্লান্ত হয়ে  যখন  আমর কাঁদে  মাথা রাখবে,ঘুমানোর পর তোমার  এলো  মেলো চুলগুলো

সরিয়ে  দেওয়ার ইচ্ছে  ছিল।

ইচ্ছে ছিল  তোমার দিকে তাকিয়ে  আমার  সব কষ্ট

ভুলে  যাব।

আমার  কাছে  তুমি  ছিলে অনেক  কিছু,

তোমার  সুখের  ঘর হওয়ার  খুব  ইচ্ছে  ছিলো।

আর সেই  ঘরে  তোমাকে  আলো  করে  রাখার ইচ্ছে

ছিলো।

সারা  জীবন আলো  হয়ে  জলবে…!!!

 

আর তুমি  তো আমার জীবনের  অক্সিজেন, তোমাকে ছারা আমার একমুহূর্ত ও বাঁচতে বড়ই কষ্ট হয়।

 

কিন্তু  আমার সেই  স্বপ্ন  আর কখনো ই পূরণ  হবে না,

কিভাবে  বা  হবে  বলো তুমি  তো  চাও না।

আর তোমার  চাওয়াটা ও পূরণ  হবে।

একটি  মেডিকেল  রিপোর্ট  দেখলেই

এই পৃথিবী   আমাকে  তাড়িয়ে  দিচ্ছে  খুব  তাড়াতাড়ি,

তুমি না চাইলে ও আমাকে যেতে  হবে সেই না ফেরার  দেশে,,

 

চাইলেও  আর থাকতে  পারবো  না।

এই  মায়ার  ভুবনে ।

 

হয়তো  আর একটি  রাত  সকল  হবে  না। আমার  জীবনে।

 

সেই  দিন  আর তোমার  পথের  কাটা হয়ে থাকবো না, তোমায় নিয়ে   আর গল্প  লেখা  হবে না।

 

হয় তো বা এটাই তোমাকে নিয়ে আমার শেষ লেখা।

 

আস্তে  আস্তে   হারিয়ে  যাবো  তোমার  কাছ থেকে

 

তোমার  আর আমার  কথা  মনে পড়বে না।

 

পড়ে  থাকবে আমার রেখে যাওয়া কিছি স্রীতি টুকো।

আর আমি  থাকবো না।

 

এই কথাটি সত্য  হবে  আমি যে আর তোমার  ভালোবাসা  পাবো না।

তবে আমার  ভালোবাসা আছে এবং আমার   ভালোবাসা  আ-জীবন  থাকবে তোমার প্রতি।

আমি না থাকলে ও  আত্মা তোমাকে দূর থেকে দেখে  যেবে।

আমার  আত্মা  সব সময়  বলে  যাবে  খুব  ভালোবাসি তোমাকে  খুব  ভালোবাসি……!!

Related Posts