অংক করে টাকা আয় করার সহজ একটি অ্যাপ্লিকেশন

স্লামালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলব যার দ্বারা আপনি আপনার অংক করার প্রতিভাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন।যোগ বিয়োগ তবে সকলেই করতে পারি কিন্তু আজকে মনের কথা বোঝার ধরা যোগ-বিয়োগের অংক করি আপনারা টাকা ইনকাম করতে পারবেন। অনেকে হয়ত ভাবছেন একটি ফেক অ্যাপ্লিকেশন কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই এটা সম্পূর্ণই অ্যাপ্লিকেশন এবং কাজ শেষে অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করবে।তোমাদের প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখতে হবে ম্যাথ ক্যাশ। মেটকাশ লেখার পরে অ্যাপ্লিকেশনটি চলে আসলে সেটি ইন্সটল করে নিতে হবে আপনাদের ফোনে। অ্যাপ্লিকেশনটি চিনে নেওয়ার সবচেয়ে সহজ উপায় হল এই অ্যাপ্লিকেশনটির রেটিং 4.5। এবং এটির 100 কে প্লাস ডাউনলোড রয়েছে।বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে যখন আপনার এপলিকেশন টি অপেন করবেন তখন আপনারা দেখতে পাবেন সাইন ইন গুগোল একটি অপশন রয়েছে। আপনাদের সিম্প্লি গুগলের মাধ্যমে সাইলেন্ট করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটিতে । এবার অ্যাপ্লিকেশনটিতে সাইন ইন করে স্বাধীনতা আপনারা পেয়ে যাবেন ১৫০পয়েন্ট এবং ১৫টি টিকিট ফ্রিতে। এখানে আপনার রেফারে মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে আবার আপনাদের ইনভাইট করে টাকা ইনকাম করতে পারবেন। এবার আসি খেলে কিভাবে টাকা ইনকাম করবেন সেই কথা ও বন্ধুরা আপনারা অ্যাপটিতে লগইন করার সাথে সাথে আপনার দেখতে পাবেন ম্যাথ ক্লাস ডুয়েল এর একটি অপশন এবার আপনাদের সেখানে ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে বলা হবে সার্চ অপনেট অর্থাৎ অপনেন্ট প্লেয়ার থাকে সার্চ করার কথা।এবার আপনার অপনেন্ট প্লেয়ারকে সার্চ করে নেবে নেবেন তারপরে খেলা শুরু করবেন বিজয়ী প্লেয়ারকে পয়েন্ট দেয়া হবে এবং স্বীকার করে নিতে পারবেন।এবং এরপর আপনাকে দেখতে পারবেন যে টপ 100 প্লেয়ার বলে একটি অপশন সেখানে আপনার প্রতিদিনেr টপ 100 জন বিজয়ী প্লেয়ারকে দেয়া হবে ফ্রি কয়েন গিফট । এরপর আসি নির্বাচনি প্রশ্নে তালিকায় ।আপনারা কুইজ খেলার মতন খেলে টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ থেকে। যে কোন সাধারণ সব ম্যাথ কোশ্চেন এর উত্তর দিয়ে আপনার কয়েন জমা করে নিতে পারবেন। প্রতিটি প্রশ্নের উত্তর 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে।তো বন্ধুরা এই ভাবে টাকা জমা পড়ে আপনাদের 5000 কয়েন হলে আপনারা উইথড্র দিতে পারবেন পেপাল একাউন্ট এর মাধ্যমে। আশাকরি আপনাদের ভাল লেগেছে লেগেছে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Related Posts

36 Comments

  1. লেখাটি পড়লাম, তবে ভালোভাবে পুরোপুরি বুঝতে সক্ষম হলাম না। লেখক লেখাটিকে যথেষ্ট সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছেন সত্যি কিন্তু সামান্য অগোছালো লেখার কারণে মনোভাবটি পরিস্কার করে ফুটিয়ে তুলতে পারেন নি। আশা করি আরো একটু সচেতন থাকলে ভবিষ্যতের লেখাগুলো আরো সুন্দর ও উপভোগ্য হবে। সবশেষে লেখকের সাফল্য ও শুভকামনা জানাচ্ছি এবং গ্রাথোর কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকলের জন্য এমন একটা প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য।

মন্তব্য করুন