অনলাইনে ইনকাম করতে চান? তাহলে এ পোস্ট আপনার জন্য…

আপনি হয়ত অনেক ঘুরে ঘুরে ক্লান্ত। অনলাইনে কোনো জব না পেয়ে ভাবছেন আপনি ভুল পথে এসেছেন। তবে বলে রাখা ভালো আপনি যদি এসব থেকে হাজার হাজার ইনকাম করতে চান তাহলে ভুল করবেন। আপনার হাত খরচের মত ইনকাম করতে পারবেন খুব সহজেই।

তাহলে চলুন বিস্তারিত কার্যাবলী এবং নিয়ম কানুন নিয়ে আলোচনা করা যাক…

কোথায় কাজ পাবো?

নিচের প্রদত্ত ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট তৈরী করুন। আপনার ইমেইলের মাধ্যমে কিংবা মোবাইল নম্বরের মাধ্যমে একাউন্ট করতে পারবেন। মনে রাখবেন একই মোবাইলে একাধিক একাউন্ট বা একই ওয়াইফাই থেকে একাধিক একাউন্ট করবেন না । নয়ত যেকোন একাউন্টটি অথবা উভয় একাউন্ট কোনো প্রকার নির্দেশণা ছাড়ায় বাতিল করে দিতে পারে।

কি কি কাজ করতে হবে?

১. বোনাস

আপনি প্রতিদিন বোনাস ক্রেডিট নিতে পারবেন। প্রতিদিন লগইন করলেই আপনি পাচ্ছেন ৩ ক্রেডিট। যা টাকা উত্তোলনের সময় আপনি টাকাতে পরিবর্তন করে নিতে পারবেন।

২. এড দেখা

এড দেখার মাধ্যমে আপনি আয় করতে পারবেন। প্রতিটি এডের জন্য আপনার ১৫ সেকেন্ড সময় প্রয়োজন এবং প্রতিটি এডের জন্য ৩৫ থেকে. ৪০ পয়েন্ট অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট পরবর্তীতে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন।

৩. নিউজ দেখা/পড়া

খবর পড়া বা দেখার মাধ্যমে আপনি পয়েন্ট আয় করতে পারবেন। প্রতিটি নিউজের জন্য পাবেন পয়েন্ট ৪০ পয়েন্ট। যা আপনি উত্তোলনের সময় অটোমেটিক টাকাতে পরিবর্তণ করতে পারবেন।

টাকা উত্তোলন করবেন কিভাবে?

টাকা উত্তোলনের জন্য আপনি বাংলাদেশী চারটি মাধ্যমের যেকোনটি ব্যবহার করতে পারবেন।

১. মোবাইল রিজার্জ

আপনি সর্বোনিম্ন ২০ টাকা উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে চার্জ করা হবে মাত্র ১টাকা।

আপনার একাউন্টে যদি মাত্র ২০টাকা জমা হয় তাহলেই আপনি সহজেই উইথড্র মেণু থেকে উত্তোলন করতে পারবেন।

২. রকেট

রকেট বা ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে সর্বোনিম্ন ৫০টাকা উত্তোলন করতে পারবেন।

তবে এক্ষেত্রে কোনো টাকা চার্জ করা হবেনা।

৩. নগদ

নগদের মাধ্যমেও আপনি টাকা উত্তোলন করতে পারবেন।

৪. বিকাশ

আপনার নূন্যতম টাকা ৭০ হলে আপনি বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে চার্জ করা হবে মাত্র ৫টাকা।

ওয়েবসাইট লিংক?

নিচের “Click here” বাটনে ক্লিক করে একাউন্ট রেজিস্ট্রেশন করুন।

 

আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকেও ভালো রাখুন।

আমার সবগুলো আর্টিকেল পেতে Grathor.com এর সার্চ বক্সে সার্চ করুণ Naim Ali লিখে। আপনাদের উপকার ই আমার উদ্দেশ্য।

নিচে পেমেন্ট মেথড দেওয়া হলো।

Related Posts

6 Comments

মন্তব্য করুন