অনলাইন ‘ক্যাসিনো’ কিভাবে চলতো? ,চলুন জেনে আসি
অনলাইন ‘ক্যাসিনো’ কিভাবে চলতো? ,চলুন জেনে আসি
কিছুদিন আগে আমরা শুনেছি ঢাকায় ক্যাসিনো কান্ড নিয়ে ,এরপরে যে বিষয়টা আসে সেটা হলো – অনলাইন ‘ক্যাসিনো’ । এর প্রধান হলে সেলিম প্রধান । যাকে থাইল্যান্ড গামি বিমান থেকে আটক করা হয় ।
ঢাকায় ক্যাসিনো ব্যবসায়ে নাম চলে এসেছে অনেক নামি দামি লোকের সাথে বিভিন্ন নায়ক নায়িকা ,মডেল সহ আরো অনেক গণ্যমান্য লোকদের নাম । এরপর পরই অনলাইনে ক্যাসিনো ব্যবসা নিয়ে বিভিন্ন বিষয় গুলো সামনে আসে । আমরা ম্যানুয়ালি ক্যাসিনোর ব্যবসার নাম তো শুনেছি কিন্তু অনলাইনে কিভাবে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানিনা ,কিন্তু আমরা আজকে সেই বিষয়টাই জানবো ।
অনলাইনে ক্যাসিনো খেলার জন্য প্রথমে একটি গেমস এপস ইন্সটল করতে হয়। সেখানে বহু রকমের গেম রয়েছে । এই গেম গুলো খেলার জন্য বিকাশ একাউন্ট অথবা ব্যাংক একাউন্ট লাগে । এগুলো সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় । এরপর যে কেউ গেম খেলতে পারে । গেম খেলার জন্য একটা নির্দিষ্ট টাকা থাকতে হয় । তাহলে একজন লোক অনলাইনে ক্যাসিনো খেলতে পারে । একটা এমাউন্ট নির্দিষ্ট করে দিয়ে খেলা শুরু করতে হয় , এরপর যদি একজন জিতে যায় তাহলে তার টাকা এমাউন্টে জমা হবে আর যদি হেরে যায় তাহলে তার টাকাগুলো ক্যাসিনোর গেটওয়েতে জমা হয় । এভাবে অনলাইনে খেলা হয় ।
বাংলাদেশে জনপ্রিয় ক্যাসিনো হলো টি-২১ ও পি-২৪ গেমস গুলো । আর এই গেমস খেলার সকল নির্দেশনা গুলো এপসের মধ্যে দেওয়া থাকে , সেই অনুযায়ী খেলতে হয় । বাংলাদেশে এই গেমসগুলো সেলিম প্রধান বানিয়েছিল , বর্তমানে তাকে পুলিশ আটক করে রাখছে ।
শুধুই যে সেলিম প্রধান এই ক্যাসিনোর সাথে জড়িত আছ তা নয় , অারো অনেক লোক এর সাথে জড়িত আছে। তারা বিভিন্ন দেশ থেকে যেমন – হংকং, কোরিয়া,চীন সহ আরো দেশ থেকে বাংলাদেশের অনলাইনে ক্যাসিনো ব্যবসায় পরিচালনা করে থাকেন ।
এই তথ্য গুলো এখন বের হচ্ছে পুলিশ, রেব অভিযান চালাচ্ছে তাই । এর আগে এই বিষয় গুলো ছিলো কিন্তু জনগণ জানতো না । আর অনলাইনে ক্যাসিনো খেলে অনেকেই নিঃস্ব হয়ে গেছে । বর্তমানে স্মার্ট মোবাইল ফোন আর ইন্টারনেট সংযোগ এর কারনে খুব সহজে অনলাইনে ক্যাসিনো ব্যবসায় চলছে । কেউ সেটা বুঝতেই পারেনি ।