অনলাইন জব সাইট আঊটসোর্সিং জবের বাস্তবতা এবং অনলাইন অফলাইন ইন্টারভিউ জেনে নিন

কম্পিউটারায়নের এই যুগে সচেতন তরুন-তরুনী মাএই কম্পিউটার ভিত্তিক অনলাইন সবসাইটগুলো ভিজিট করা উচিত । এক্ষেত্তে আপনাকে মনে রাখতে হবে , প্রযুক্তির উন্মষে ঘটিয়ে বাংলাদেশে এখন চাকরির অনেক বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে অনলাইন ভিত্তিক জব সাইটগুলোতে চাকরিদাতা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে কম মূল্যে যেন তাদের প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা যায় । এক্ষেত্তে অনলাইন জবসাইটগুলো তাদেরকে পত্তিকাত তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশের সুযোগ করে দিয়েছে । তবে বাংলাদেশের প্রতিষ্ঠাত প্রায় সব প্রতিষ্ঠানই প্রত্তিকায় নিয়োগ বিজ্ঞাপ্তি প্রদান করে থাকে , সেই সাথে অনলাইনের জব সাইটেও তাদের বিজ্ঞাপ্তি প্রকাশ করে থাকে । আপনাকে চাকরি খুজে নিতে হলে নিজের আগ্রহেইয়া চাকরির বিজ্ঞাপ্তি খুজে নিতে হবে আমাদের দেশে চাকরির বিজ্ঞাপ্তি অনেক সময়ই প্রতিষ্ঠান কর্তৃক ঘোষনা করা হয় না । কেননা, পদসংখ্যা কম থাকায় এবং আমাদের দেশে চাকরী প্রার্থীর সংখ্যা অত্যাধিক থাকায় প্রতিষ্ঠানগুলো চাকরির নিয়োগ বিজ্ঞাপ্তির আগ্রহী হয়ে উঠেন না ।তবে এই বিষয়টি কেবল বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্তেই হয়ে থাকে । তাই আপনার উঠিত হবে আপনার পরিচিত ব্যাক্তিবর্গ সে সকল প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে সেই প্রতিষ্ঠানে সিভি জমা রাখা । তবেই এর মানে এই নয় যে তারা আপানাকে চাকরির সুযোগ প্রদান করবেন ।প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই হলো স্বল্প সংখ্যক লোক নিয়োগের ক্ষেত্তে যেন বেশি ঝামেলা পোহাতে না হয় । প্রতিষ্টান নির্বাচনের মনোযোগী হউন ।আমাদের দেশে অনেকের মধ্যে বদ্ধমূল ধারনা রয়েছে ,যে কোন প্রতিষ্ঠানে যেকোন ধরনেই চাকরিই তার জন্য যথেষ্ট

আউটসোর্সিং জবের বাস্তবতা

অনেকই চাকরির বিজ্ঞাপ্তিতে প্রতিষ্ঠানকর্তৃক প্রদেয় বিজ্ঞপ্তির সেরা পদসমুহে আবেদন করে থাকি ।কিন্তু আপনি যদি সদ্য পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করে থাকেন তবে আপনাকে মনে রাখতে হবে যেসব পদসমূহে আপনারা চেয়ে অনেক বেশি যোগ্য এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যাক্তি চাকরির জন্য আবেদন করে থাকে ।

ইন্টাভিউ লেটার পাবার ক্ষেত্তে আপনার থেকে তারা অনেকাংশেই এগিয়ে থাকে । ফলে নিরিখে নিজেকে মানিয়ে নিন এবং নিজেকে সেভাবে প্রস্তুত করে চাকরিতে আবেদন করুন। নিম্নযোগ্যতায় সম্পন্ন অনেকই মধ্যেই ধারনা রয়েছে , নিয়োগবিজ্ঞাপ্তিতে প্রকাশিত নিম্নযোগ্যতা সম্পন্ন পদে আবেদন করলে চাকরি নিশ্চিতভাবেই পাওয়া সম্ভব হবে । কিছু ধারনাই আসলে ঠিক নয় ।

কেননা , ইন্টাভিউ কাজে সম্পর্কিত  ব্যাক্তিবর্গ আপনার বায়োডাটা পড়ে উপলদ্ধি করে থাকে যে , এই পদের বিপরিতে আপনার যোগ্যতা অনেক বেশি এবং অল্প কিছু দিন কাহ করার পরই আপনি অন্য কোন প্রতিষ্ঠানে চলে যেতে পারেন  ।ফলে তারা আপনাকে আপনার আবেদিত পদের জন্য মনোনীত নাও করতে পারে

অলাইন ও অফলাইন ইন্টাডিউ

ইন্টাভিউ বোর্ডে অনেকই প্রাসঙ্গইক প্রসঙ্গ এড়িয়ে অনাকাঙ্গইত আচরন করে থাকে । প্রতিষ্ঠানের প্রার্থী মনোনয়নের ক্ষেত্তে যা উপস্থিত কর্মকর্তাদের নিকট কোনমতেই কাম্য নয় । আপনার যোগ্যতার প্রতিফলন ঘটতে এখন থেকেই পরিকল্পনামাফিক কাজ শুরু করেন ।

পরিকল্পনার আলোকে অদূর ভবিষতেই চাকরি নামক সোনার হরিনের পিছনে নিরন্তর ছুটে চলার অবসান ঘটবে নিসন্দেহে । পরিকল্পনার কোন বিকল্প নেই চাকরি খোজার ক্ষেত্তে । ক্যারিয়ারে সফলতা আনয়নে  আপনার পরিকল্পনাই আপনাকে পোছে দেবে সাফল্যের দুয়ারে

Related Posts

3 Comments

মন্তব্য করুন