আমরা সবাই কম-বেশি নিউজ পেপার বা সংবাদপএ পড়ে থাকি অনেকে আবার যদি সকালে উঠে সংবাদপত্র না পায় তখন তো তার দিন ভালো যায়।সংবাদপত্রের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন দেশের সকল তথ্য পেয়ে থাকি।
আমরা সকলে তো প্রতিদিনের সংবাদপত্র পাই তা পড়ে থাকি কিন্তু অনেক সময় আমাদের পুরনো সংবাদপত্র লাগে যা পেতে অনেক ভোগান্তি হয় বা অনেকে জানি না কীভাবে পুরনো সংবাদপত্র পাওয়া যায়।এই ডিজিটাল যোগে কোনো কিছুই অসম্ভব নয় ইন্টারনেট রয়েছে সকল পুরনো সংবাদপত্রের কপি। তো দেখে নিন কীভাবে অনলাইন থেকে পুরনো সংবাদপত্রের কপি বের করবেন।
১.শুরুতে গুগল এ চলে যান গিয়ে লিখুন বাংলা নিউজ পেপার ও উপরের দেওয়া স্কিনশর্ট অনুযায়ী ওয়েবসাইটে প্রবেশ করুন।
২.আপনি যেই সংবাদপত্রের পুরনো ভার্সন চান ঐ সংবাদপএ সিলেক্ট করুন এবার আমি প্রথম আলো সিলেক্ট করলাম।
৩.এবার আপনি নিচে আর্কাইভ এ যান ও এই আর্কাইভ অপশনটি সিলেক্ট করুন।
৪.এবার আপনি যেকোনো তারিখ সিলেক্ট করুন যেই তারিখের নিউজ বা তথ্য চান।আমি ৭ অক্টোবর ২০১৩ সিলেক্ট করলাম আপনি আপনার ইচ্ছামতো সিলেক্ট করুন।
৫.দেখুন ৭ অক্টোবর ২০১৩ এর সকল তথ্য চলে এসেছে।আপনি চাইলে যেকোনো বছরের ও অনেক আগের সংবাদপত্রগুলো পিআইবি নামে ওয়েবসাইট থেকেও দেখতে পারেন।পিআইবি ওয়েবসাইটটিতে আমি অনেক কাজের তথ্য সংবলিত নিউজপেপার পেয়েছি যা অনেক আগের কালের তাই আপনাদের সাজেস্ট করলাম আশা করি আপনাদেরও কাজে লাগতে পারে।
যদি আপনি পিআইবিতে না পান তাহলে যেকোনো সংবাদমাধ্যম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্কাভ নামক অপশন থেকে তারিখ সিলেক্ট করে পুরনো তথ্য পেয়ে যেতে পারেন।
আশা করি আপনি পুরো পোস্টটি পড়েছেন এবার যেকোনো পুরনো সংবাদপএের কপি লাগলে সহজে বের করে নিতে পারবেন উপরের দেওয়া টিপসটি থেকে আপনার যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে সবসময় গ্রাথরের সাথে থাকবেন ধন্যবাদ।