অপূর্ব এবং আরফান নিশো মাসিক ইনকাম এবং অজানা সব তথ্য

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন.

বন্ধুরা আজকে আপনাদের সামনে বর্তমান নাটক জগতের দুজন বিখ্যাত অভিনেতা কিছু পার্থক্য তুলে ধরবো. বর্তমান সময়ে আরফান নিশো এবং অপূর্ব নাটকের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে. তারা দুজনে খুব ভালো অভিনয় করে এবং দুজনেই বন্ধুসুলভ আচরণ করে. আরফান নিশো এবং অপূর্ব তারা একে অপরের বন্ধু আবার কলিকো বলা যায় তারা একই ফ্রেমে কাজ করে. এফডিসিতে তারা একে অন্যকে বন্ধু বলে সম্মান করে. অপূর্ব এবং আরফান নিশো তারা দুজনেই নাটকের শুধুমাত্র কেমনে করে তারা এখনো বড় পর্দায় অভিনয় করেনি. নিচে তাদের কিছু অভিনয় জগতের পার্থক্য তুলে ধরলাম এগুলো একেবারে সত্যি আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বা ইন্টারনেটের ভিতর ঘাটলে দেখতে পাবেন.

💚আরফান নিশু💚

👉 পুরো নাম আহমেদ ফজলে রাব্বি নিশু. তাকে সবাই আরফানিশু বলেই চেনে তার জন্ম ঢাকার মধ্যে এবং সে ঢাকাতে বসবাস করে. তার জন্য 8 ডিসেম্বর হাজার 1988 সালে. তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছেন. তিনি 2000 সাল থেকে মডেল এবং অভিনেতা কাজ করে আসছেন এবং বর্তমান পর্যন্ত এখনো কাজ করছেন. আরফান নিশুর চলচ্চিত্র জগৎ মূলত শুরু হয়েছে বিজ্ঞাপনের মধ্য দিয়ে. তিনি 2011 সালে তৃষা কে বিয়ে করেছেন. এবং তার একটি ছেলে আছে নাম নির্ভান. আরফান নিশো 2006 সালে ঘর ছাড়া নাটক এর মাধ্যমে অভিষেক হয়. তিনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন. আরফান নিশু প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 60 হাজার টাকা নিয়ে থাকেন.

💚অপূর্ব💚
👉 অপূর্বর ডাক নাম হল জিয়াউল ফারুক অপূর্ব. কিন্তু তাকে সবাই অপূর্ব বলে ডাকে এই নামটা তার বাবা রেখেছে. তিনি ঢাকায় 27 শে জুন 1985 সালে জন্মগ্রহণ করেন. তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন. তিনি শুধুমাত্র নাটকে অভিনয় করে থাকেন কিন্তু তার একটি চলচ্চিত্র আছে গ্যাংস্টার রিটার্ন’ নামে এই চলচ্চিত্রটি তিনি করেছিলেন এবং সেটি মোটামুটি হিট হয়েছিল. অপূর্বর অভিনয় জগতে আসা হয় 2005 সাল থেকে এবং বর্তমানেও তিনি অভিনয়ের জগতে লেগে আছেন. অপূর্ব নেসকেপ এর বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জগতে আশা. তিনি নাজিয়া হাসান অদিতিকে 2011 সালে বিয়ে করেন এবং তাঁর একটি ছেলে আছে ছেলের নাম জায়ান ফারুক আয়াশ. অপূর্ব প্রায় 200 এর অধিক নাটক করেছে. এবং বড় ছেলে নাটকের মাধ্যমে সে দর্শকদের মন জয় করেছে. অপূর্ব প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 60000 টাকা থেকে 70 হাজার টাকা নিয়ে থাকে.

বন্ধুরা যদি পোস্টটি ভাল লাগে তাহলে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ.

Related Posts

8 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন