অপ্রকাশিত নন্দিত কবিতা সিরিজ-২।।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
প্রিয় কবিতাপ্রেমী ভাই-বোন ও বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রাথোর সাইটে কবিতা বিভাগ পেয়ে আমি খুব উজ্জীবিত ও আনন্দিত। আমার অপ্রকাশিত নন্দিত কবিতা সিরিজের আজ দ্বিতীয় পর্ব।

*** মহাবীর ***

আমি তোমায় দেখিনি, জন্মিনি বলে
দেখেছি আলপনা দেয়ালে।
শুনেছি কন্ঠধ্বনি ইথারে বাংলার
সকাল দুপুর বিকালে।

তুমি নাকি ছিলে বিদ্রোহী বীর
দ্রোহের অনল মুখে
লেলিহান শিখা বাঙালি শোণিতে
জ্বালিয়ে দিলে ফুঁকে।

তুমি সংগ্রাম, ঝঞ্ঝা বিক্ষুব্ধ
রাত পোহাবার কুশিলব।
তুমি দাবানল, শোষণ জুলুম
নিপীড়ন জ্বালা পুড়ো সব।

তুমি হুইসেল, পাগলা ঘন্টা
অধীন ভাঙার রথী।
তুমি মহাকাব্য বাংলা বাঙালির
সার্বভৌমত্বের নথি।

তুমি সিংহ পুরুষ সিংহ নাদে
কাঁপিয়েছ আসমান।
দ্যুলোক, ভূ-লোক সাগর ভেদিয়া
তুলেছে বজ্র তান।

“এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম। “

তুমি মুক্তিকামী মহান সাধক
বাংলা মায়ের কষ্টি।
অধিকার হারা সব বাঙালির
আঁধার পথের ষষ্ঠি।

তুমি শ্লোগান মুখর বিদ্রোহী বীণা
হানাদার বুকে ত্রাস।
তুমি অসহায় ক্ষুধিতের সাথী
জালিমের বুকে নাশ।

তুমি রক্ষক, ভক্ষক মুখে
টুটি চেপে মারো চড়।
তুমি হিমালয়, তাবেদার নও
অধিকার পথে অনড়।

তুমি হুংকার, বজ্র আকাশ জোড়া
পদাঘাতে করো ছিন্ন।
তুমি আপোষী নও, স্বৈরাচার হতে
পথ চলা করো ভিন্ন।

তুমি মহাভয়, টর্নেডো বান
তুমি মহাবীর চির অম্লান।
তুমি সাইরেন মুক্তির, আইকন বিজয়ের
তোমার চরণে শত প্রণাম।

“এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম।”

……….

*** সোনার নায় ***

মা তোমার অঙ্গ জুড়ে একি চমক
একি রূপের মেলা!
মন যায় হারিয়ে যায় স্বপ্ন রঙিন গাঁয়
বঙ্গ মায়ের বঙ্গকন্যার বসি সোনার নায়।

পল্লী গাঁয়ের আঁধার রাত
আলোয় হাসে আলোয় মাত
নৌকো চলা খেয়া ঘাট
ছুটছে গাড়ি পাকা বাট।
নানান রঙের অট্টালিকা
হচ্ছে নিতুই গড্ডালিকা
নেইকো থেমে অজগ্রামে
দিন বদলের খেলা।

মা তোমার অঙ্গ জুড়ে একি চমক
একি রূপের মেলা!

মা তোমার বদন জুড়ে মানিক জ্বলে
নয়ন ভরা স্বপ্ন খেলা।
মন যায় হারিয়ে যায় দূর গগণের গায়
বঙ্গবন্ধুর বঙ্গকন্যার উঠি সোনার নায়।

পদ্মার উপর ঐ সেতু
আঁধার রাতে ধুমকেতু
মেট্রো রেলের ঝনঝনি
নেয় যে সুখে মন টানি।
ঝিকিমিকি তারার দেশে
চুপিচুপি হাওয়ায় ভেসে
তথ্য ছবি দিচ্ছে সবি
প্রযুক্তির ঐ ভেলা।

মা তোমার অঙ্গ জুড়ে একি চমক
একি রূপের মেলা!

আশা করি, কবিতা দুটি পড়ে ভালো লাগবে। আর ভালো লাগলে অনুপ্রেরণামূলক কমেন্ট করে আমাকে আরও বেশি অনুপ্রানিত করবেন।

Related Posts

9 Comments

মন্তব্য করুন