Cheap price backlink from grathor: info@grathor.com

আইপিএল ২০২০ঃ কোন প্লেয়ার কোন দলে এক নজরে দেখে নিন

  • ১৫.৫০ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনে নিয়ে আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের প্লেয়ার কিনে নিল KKR।
  • ১০.৭৫ কোটিতে গ্লেন ম্যাক্সওয়েল গেলেন পঞ্জাবে।

এবার চলুন দেখে নেই কোন প্লেয়ার কোন দলে

চেন্নাই সুপার কিংস

এমএস ধোনি (অধিনায়ক), ইমরান তাহির, লুঙ্গি এনগিদি, রুতুরাজ গায়কোয়াড়, শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, হরভজন সিং, ফাফ দু প্লেসি, সুরেশ রায়‌না, এন জগাদেশান, মুরলী বিজয়, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, মিচেল সাঁতনার, মনু লিং, কর্ণ শর্মা, দীপক চাহার, শার্দূল ঠাকুর, কেএম আসিফ।

নিলাম থেকে: পীযুশ চাওলা, জোস হেজেলউড, আর সাই কিশোর, স্যাম কুরান।

দিল্লি ক্যাপিটালস

শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্রা, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, কেমো পল, আভেশ খান।

নিলাম থেকে: শিমরন হেটমেয়ার, মার্কাস স্তইনিস, অ্যালেক্স ক্যারি, জেসন রয়। ক্রিস ওকস, মোহিত শর্মা, তুষার দেশপাণ্ড্যে, ললিত যাদব।

কিংস একাদশ পঞ্জাব

লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, মনদীপ সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, মুজিব-উর-রহমান, কে গৌথম, জে সুচিথ, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, হারদাস ভিলজোয়েন, অর্শদীপ সিং, দর্শন নালকান্দে।

নিলাম থেকে: গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কটরেল, ক্রিস জর্ডন, রবি বিষ্ণোই, প্রভসিমরান সিং, দীপক হুদা, জিমি নিশাম, তাজিন্দর ধিঁলো, ইশান পোড়েল।

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গিল, সিদ্দেশ ল্যাড, আন্দ্রে রাসে‌ল, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, নীতিশ রানা, সুনীল নারিন, কুলদীপ যাদব, হ্যারি গার্নে, লকি ফার্গুসন, কমলেশ নাগারকোটি, শিভম মাভি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ ওরিয়র।

নিলাম থেকে: প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, ভরুন চক্রভর্থি, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠী, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, প্রভীন তাম্বে, এম সিদ্ধার্থ।

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুইন্ট‌ন দে কক, আদিত্য তারে, আনমোলপ্রিত সিং, কেরন পোলার্ড, ইশান কিষান, শেরফানে রাদারফোর্ড, হার্দিক পাণ্ড্যে, ক্রুনাল পাণ্ড্যে, রাহুল চাহার, জয়ন্ত যাদব, অনুকুল রয়, জসপ্রিত বুমরা, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, ধবল কূলকার্নী, মিচেল ম্যাকক্লেনাঘান।

নিলাম থেকে: নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, দিগবিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই সিং, মহসিন খান।

রাজস্থান রয়্যালস

জোস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, মনন ভোরা, রিয়ান পরাগ, বেন স্টোকস, মহিপাল লোমরোর, শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, রাহুল তিওয়াটিয়া, মায়াঙ্ক মারকান্দে, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারন।

নিলাম থেকে: রবিন উথাপ্পা, জয়দেব উনাদকট, যশস্বী জয়সওয়াল, কার্তিক ত্যাগী, টম কুরান, অ্যান্ড্রু টাই, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, ওশানে থমাস, অনরুদ্ধ জোশী, আকাশ সিং।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

ধরে রাখা দল: বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদূত পারিক্কাল, পার্থিব প্যাটেল, গুরকিরাত সিং মান, মইন আলি, শিভম দুবে, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ।

নিলাম থেকে: ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, কেন রিচার্ডসন, ডেল স্টেইন, ইসুরু উদানা, শাহবাজ আহমেদ, জোশুয়া ফিলিপ, পভন দেশপাণ্ড্যে।

সানরাইজার্স হায়দ্রাবাদ

কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মণীশ পাণ্ড্যে, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল, বিলি স্তানলেক, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, রশিদ খান, জনি বেয়ারস্ট, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, বাসিল থাম্পি।

নিলাম থেকে: বিরাট সিং, প্রিয়ম গর্গ,  মিচেল মার্শ, আবদুল সামাদ, ফাবিয়ান অ্যালেন, সঞ্জয় যাদব, বাভানাকা সন্দীপ।

Related Posts

20 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No