আউটসোর্সিং এর কিছু ধোঁকাবাজির টপিক

আস্সালামুআলাইকুম বন্ধুরা৷ কেমন আছেন সবাই ?আসা করি ভালো৷ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি ৷তো আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে আউটসোর্সিং এর কিছু ধোঁকাবাজির টপিক নিয়ে৷ তো চলুন ইন্ট্রো না দিয়ে আমাদের আর্টিকেল শুরু করা যাক৷
প্রথমে বলে রাখি আপনারা যদি কত ছোট আপা এ কাজ করে থাকেন তাহলে এখন থেকে কিঞ্চিৎ সতর্ক হয়ে জান৷ .কারণ এখন অনেক কে আপনি আস পাশে খুঁজে পাবেন যারা এই সকল আপা এ কাজ করে চিটিং এর শিকার হয়েছেন৷ অনেকে আবার প্রচুর পরিমানে কাজ করে মাত্র কয়েক টাকার দেখা পেয়েছেন ৷এ টা হয়তো এমন একটা এমাউন্ট দিচ্ছে যা দিয়ে আপনি data. র টাকা ও পাবেন না ৷
এবার আরেক প্রসঙ্গে আসি ৷আপনি হয়তো অনেক সময় কিছু অনলাইনে চাকরি করার ফেসবুক গ্রুপে এমন কিছু স্টাটাস পেয়ে থাকবেন যেখানে লেখা থাকবে আমাকে একটা গল্প লিখে দিবেন বিনিময়ে আমি আপনাকে ৬০ – ১০০ টাকা দিব৷ আমি বলছি তারা আপনার সাথে চিটিং করবে ৷কারণ জানেন কি ?তারা আপনার লেখা গল্প তাদের ওয়েবসাইট এ দিবে ৷বিনিময়ে আপনাকে কিছু নাও দিতে পারে ৷এর বদলাতে আপনি পাবেন বস্তা আর োর পাবে আম৷ কি এবারে বোঝা গেল তো ৷
এবার আসি অন্তর্র্জাতিক প্রাঙ্গনে৷ আপনি কি জানেন বাংলাদেশের মানুষেরা ভেড়া টাইপের ৷হ্যা আপনি হয়তো এই ভেড়ার পালের মধ্যে থাকতে পারেন৷ কারণ জানেন কি ?আপনি হয়তো কোন বিদেশী কোম্পানিকে কষ্ট করে এই কোম্পানির কাজ করে দিবেন ৷ বিনিময়ে আপনাকে কিছু নাও দিতে পারে৷ কারণ জানেন কি? ভিনদেশি মানুষেরা হয় চালাক প্রকৃতির৷ তারা এমন ভাবে সেই কোম্পনির ডিজাইন করে থাকে একটা মানুষ সহজে সেই কোম্পানির জন্যে ফিদা হয়ে যায় ৷বিনিময়ে তাদের মাথায় কাঁঠাল ভাঙা হয় ৷
আরো একটা কথা আপনাদের বলে রাখি ৷আজকাল অনেকে দেখে থাকবেন কিছু লিখালিখি করার ফেসবুক গ্রুপে গল্প লিখার বিনিময়ে আপনাকে টাকা দিবে৷ যদি এমন কাজ কেউ করে থাকে আমাকে এই পোস্টার কমেন্টে জানাবেন ( ফেসবুকে দেখে থাকলকে সেখানে জানালেও হবে)৷ আমি অলরেডি দুইটা গ্রুপে ধোঁকাবাজির শিকার হয়েছি৷ সেই দুই গ্রুপের নাম হচ্ছে 1. আকাশ মেলে লিখালিখি 2.স্বপ পুরীর গল্প৷ কাজেই আমার একটা স্পেশাল টিপস থাকলো ,এইসব ধোঁকাবাজির হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন৷ ইশ আফসোস !আমি সেই গল্প গুলো যদি গ্রাথরে পোস্ট করতাম৷ কিন্তু সেখানে আমাকে পার পোস্ট ৩০০ -৪০০ টাকার স্বপ্ন দেখিয়েছে৷

এবার তাহলে আসা যাক আরেকটা প্রসঙ্গে৷ আমাদের বাঙালি ইউটিইউবারদের কথার তো তুলনা হয় না৷ তারা যেকোনো একটা আউটসোর্সিং করার ব্লগের লিংক দিয়ে বলবে যে এখন থেকে নাকি বিকাশ দিয়ে পেমেন্ট নেওয়া যায় ৷এইটা সম্পূর্র্ণ ভুয়া একটা কথা ৷কারণ এমন কোনো বিদেশী আউটসোর্সিং করার ব্লগ নেই যেখানে আপনি বিকাশ থেকে পেমেন্ট নিবেন ৷থাকলেও আমার জানা নেই৷

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করে গ্রাথর. কম এর সাথেই থাকুন ৷ ধন্যবাদ …

Related Posts

3 Comments

মন্তব্য করুন