প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকবেন এটাই আমার কাম্য। আজকে আপনাদের কে রবি এর আকর্ষণীয় একটি অফার সম্পর্কে বিস্তারিত বিবরণ জানাবো। এটি হচ্ছে ভ্যালেন্টাইন অফার! হ্যাঁ বন্ধুরা ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস এর উপলক্ষে রবি তাদের গ্রাহক দেরকে এই চমৎকার অফারটি প্রদান করতেছে। অফার টি হলো ৩০ জিবি + ৭৫০ মিনিট মেয়াদ ৩০ দিন! আর মজার বিষয় হলো ভ্যালেন্টাইন এর এই অফার টি চালু করলে ৫০ টাকা ক্যাশ ব্যাক ও পেয়ে যাবেন! তো বন্ধুরা আর দেরি না করে অফার টি উপভোগ করার জন্য ও অফার টি বিস্তারিত ভাবে জানার জন্য মনোযোগ সহকারে পোস্ট টি পড়তে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
অফারটি উপভোগ করার জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে:
১. একটি স্মার্টফোন
২. একটি রবি সিম (সিমটি অবশ্যই মোবাইল ফোন এ চালু অবস্থায় থাকতে হবে)
এবার আপনাকে ৪৯৯ টাকা ঘেচাং রিচার্জ করতে হবে। ঘেচাং রিচার্জ হচ্ছে রবি এর এমন একটি সেবা যা গ্রাহক দের সুযোগ সুবিধা কে আরো বাড়াতে রবি এটি চালু করেছে। এই সুবিধার মধ্যে গ্রাহকরা তাদের অফার সমূহ নিজেরাই দেখতে পারে। আর আপনাকে এই ঘেচাং রিচার্জ করতে হলে আপনার নিকটস্থ ফ্লেক্সিলোড এর দোকান থেকে রিটেইলার এর মাধ্যমে করতে পারেন। রিটেইলার হচ্ছে যিনি মোবাইল রিচার্জ করেন। তিনি আপনার ফোন নম্বর ও সংশ্লিষ্ট কোড সমূহ দিয়ে আপনাকে ঘেচাং রিচার্জ করে দিবেন। সাথে সাথেই আপনারা আপনাদের ফোন এ ৩০ জিবি ও ৭৫০ মিনিট পেয়ে যাবেন ৩০ দিনের জন্য। আর ৫০ টাকা ক্যাশ ফেরত ও পাবেন!
প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই চমৎকার অফার টি খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে পোষ্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য….
Nc
Valo
Darun offer but mase 30 gb mb diye ki korbo? Eto net use kora hoy na.
Nice
বাংলালিংক এর নেই?
Gd
Gd
Thanks
thanks
Cashbeck..
Gd
good post
very nice
Gd
Thanks
nice post
Ok
❤️
ok
good