“হয়তো তুমি আমাকে ভুলেই গেছো? আমরা কথা তোমার মনে নেই তাইনা? আমার কথা কি একবারও তোমার মনে পড়ে না? এতোদিনে তুমি বুঝি বিয়ে করে নিয়েছ? “” এসব অজানা কথা নিয়ে ভাবছে আলো। রাত ১ টা বাজে কিন্তু আলোর চোখে ঘুম নেই। ঘুম আসবে কি করে, তার ভালবাসার মানুষ “আকাশ” তো তার কাছে নেই। অনেক দিন আগে তাকে ছেড়ে চলে গেছে। আজ তার কথা খুব মনে পরছে। হাজারো কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লো আলো। কারণ আগামীকাল আলোর অফিস আছে। পরদিন সকালে আলো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। আলো দরজা খুলে মাথা নিচু করে জুতা পরছে। মাথা তুলে দেখে তার সেই ভালবাসার মানুষ টা তার সামনে দাঁড়িয়ে আছে। আলো অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। আকাশও আলোর দিকে তাকিয়ে আছে। আকাশও আলোর সাথে কথা বলতে চায় কিন্তু আজ তার অফিসে অনেক কাজ তাই আলোর সাথে কথা না বলে সিড়ি বেয়ে চলে গেল। আকাশ চলে গেল বলে আলোর খুব কষ্ট হল। দেখা হবে কিন্তু কথা হবে না এই ভেবে আরও বেশি কষ্ট পেল। আলো চোখ ভরা পানি নিয়ে অফিসে চলে গেল। আলো পরে কোনভাবে জানতে পারলো আকাশ তার পাশের ফ্ল্যাট থাকে। যাক সেদিন রা দেখা হল না। পরদিন সকালে আলো অফিস যাওয়ার জন্য দরজা খুলে, দেখে আকাশ তার সামনে দাঁড়িয়ে। আলো কথা না বলে সিড়িবেয়ে চলে গেল। আকাশ চেয়ে রইল। এভাবে ১ সপ্তাহ চলে গেল। দুজন দুজনের দেখা হয় কিন্তু কথা হয়না। আলো কথা বলে নি বলে আকাশ ও আলোর সাথে কথা বলতে সাহস পায়না। ১ সপ্তাহ পড়ে, শুক্রবার দিন, সারাদিন খুব বৃষ্টি হয়। রাত ১১টা, আলোর দরজায় কে যেন কড়া নাড়লো। আলো খুলে দেখে আকাশ তার সামনে। আলো কিছু বলে না। আকাশ বল্লো, আজ আমি খুব ব্যস্ত ছিলাম। তাই রান্না করতে পারিনি। বাহিরে বৃষ্টি হচ্ছে। ঘরে খাবার নেই,,,,,,,
-আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি।
– হু।
আলো ভাত নিয়ে আসল।আকাশ বল্লো তরকারি তুমি রান্না করেছ?
-তোমার মাথা ভেজা। মুছে নিও না হলে অসুস্থ হবে।
-হু।
আকাশ চলে গেল। কিছুক্ষণ পরে আকাশ আসল প্লেট ফেরত দিতে। আলো নিল। আকাশ বল্লো তরকারি ভালো হয়েছে। আলো কথা বল্লো না। আকাশ বল্লো কথা বলবে না?
-বল?
-sorry……
– কেন?
-আমি তোমার উপর রাগ করে চলে গেছিলাম বলে।
-আমাকে ছেরে ভালোই তো আছো
-না নেই।
তারা দুজন অনেকখানি কথা বলে তাদের সমস্যা মিটিয়ে নিল। আলো বল্লো, আমাকে আর ছেড়ে চলে যাবে না তো?
-না, এবার তোমাকে বিয়ে করে নিব।।
– সত্যি,,,, 😍
-হু।।
মজার গল্প: দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নেই
একদিন এক শেয়াল সকালবেলায় জঙ্গলের ঘরের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখতে পেল যে একটি মোরগ গাছের ডালে চড়ে মনের...