আজকের পোস্ট আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ডিস প্রোভাইডার সমূহের একটি আকাশ ডিটিএইচ নিয়ে কথা বলতে যাচ্ছি। Akash DTH কি, আকাশ ডিসের দাম কত, কিভাবে পাওয়া যায়, কিভাবে কিনবেন, কয়টা চ্যানেল পাওয়া যায় ও কেন আকাশ কিনবেন তা নিয়ে আলোচনা করা হবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক
আকাশ ডিটিএইচ কি?
Akash বাংলাদেশের প্রথম DTH (Direct To Home) সার্ভিস। এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো ও বিখ্যাত ডিস সার্ভিস। প্রথমে আকাশ ডিটিএইস এর লক্ষাধিক গ্রাহক রয়েছে। তাহলে বোঝাই যায় এটি কত ভালো।
আকাশ ডিটিএইচ কোন দেশীয় কোম্পানির অংশ?
২০১৪ সালে রিয়াল ভিউ (RealVu) নামক একটি কোম্পানি বাংলাদেশে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করার লাইসেন্স পায়।
২০১৬ সাল থেকে জিএস (GS) গ্রুপ এর সাথে এক হয়ে এরা এদের কার্যক্রম শুরু করে।
প্রথম কয়েক বছর এদের রিয়াল ভিউ এর খুবই খারাপ অবস্থা থাকে।
তারা তেমন একটা খ্যাতি অর্জনে ব্যর্থ হয়। তারা নানা ধরণের টেকনিক্যাল ত্রুটি ও অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হয়।
ওই বছর তারা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
পরবর্তীতে ২০১৭ সালে জিএস গ্রুপ তাদের শেয়ার বেক্সিমকো কমিউনিকেশনস এর কাছে বিক্রি করে দেয়।
২০১৯ সালে বেক্সিমকো কমিউনিকেশন রিয়াল ভু এর নাম পরিবর্তন করে আকাশ ডিটিএইচ দিয়ে পুনরায় যাত্রা শুরু করে।
এখন পর্যন্ত অনেকটা সফলতার সাথেই কাজ করে যাচ্ছে।
আকাশ ডিটিএইচ এর বর্তমান মালিক প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন।
এটি মূলত বেক্সিমকো এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
আকাশ ডিসের দাম কত
অনেকেরই জানার ইচ্ছা থাকে আকাশ ডিসের দাম কত ? আকাশ ডিস ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে একটি সেট টপ বক্স লাগবে। এছাড়াও পুরো টিভিতে কানেক্ট করতে হবে। আপনি যদি একটি সেট টপ বক্স কিনেন তার দাম পড়বে ২৯৯৯ টাকা। টিভিতে পুরো কানেকশন আনতে মোট ৪৪৯৯ টাকা লাগবে। এই ফি বা চার্জটি এককালীন। এই কানেকশন ফি আপনি চাইলে ০% ইএমআই কিস্তিতেও দিতে পারেন। এরপর আপনাকে একটি প্ল্যান/প্যাকেজ সিলেক্ট করতে হবে।
বর্তমানে তাদের তিনটি প্যাকেজ চালু রয়েছে।
যথা: স্ট্যান্ডার্ড, লাইট প্লাস ও লাইট। স্ট্যান্ডার্ড এর জন্য আপনাকে প্রতিমাসে ৪০০ টাকা করে দিতে হবে।
লাইট প্লাস প্যাকেজের জন্য প্রতি মাসে ৩৫০ টাকা করে দিতে হবে ও লাইট প্যাকেজের জন্য আপনাকে প্রতি মাসে ৩০০ টাকা করে দিতে হবে। এটা হচ্ছে এসকল প্যাকেজের আসল মূল্য। কিন্তু তাদের সবসময়ই নানা ধরণের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার চলতে থাকে। বর্তমানে চালু কয়েকটি অফার নিম্নে দেওয়া হলো।
আপনি যদি জিপি স্টার হন তবে আপনি আকাশ সংযোগে ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
অর্থাৎ ৩৯৯৯ টাকা লাগবে।
আপনি যদি ৬ মাসের সাবস্ক্রিপশনের টাকা একসাথে দেন তাহলে ১ মাস ফ্রি পাবেন ও ১২ মাসের সাবস্ক্রিপশনের টাকা দিলে ৩ মাস ফ্রি পাবেন। আপনি যদি ৫০০ টাকা আপনার আকাশ একাউন্টে রিচার্জ করেন তাহলে ১০ অর্থাৎ ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।
আপনি যদি তিনমাসের স্ট্যান্ডার্ড প্যাকেজের টাকা দেন তাহলে ১৫১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন তাহলে দাম পড়ে ১০৪৯ টাকা।
তিনমাসের লাইট প্লাস এর টাকা দেন তাহলে ১০১ টাকা ক্যাশব্যাক পাবেন। দাম পড়ে ৯৪৯ টাকা।
তিনমাসের লাইট প্যাকেজের টাকা দিলে ৫১ টাকা ক্যাশব্যাক পাবেন আর দাম হয় ৮৪৯ টাকা।
ইত্যাদি নানা ধরণের অফার সবসময়ই চালু থাকে।
Akash DTH ব্যবহার করতে কেমন?
আকাশ ডিটিএইচ ব্যবহারে অনেক সুযোগ সুবিধা রয়েছে।
এটির ছবির কোয়ালিটি সাধারণ লোকাল ডিসের চেয়ে অনেক ভালো।
এটি সরাসরি বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ এর মাধ্যমে প্রচার করে।
এখানে আপনি অনেক কয়েকটি ফুল এইচিডি চ্যানেলও পাবেন।
একটু বৃষ্টি হলেই চ্যানেলে সমস্যা হবে। তাদের দেওয়া সেট টপ বক্সটিও অনেক ভালো মানের।
তো ওভারঅল ব্যবহার করে আপনার ভালোই লাগা উচিত।
আকাশ ডিটিএইচ এ কয়টা চ্যানেল পাওয়া যায়?
কয়টি চ্যানেল ব্যবহার করতে পারবেন তা নির্ভর করে আপনি কোন প্যাকেজটি কিনেছেন বা নির্বাচন করেছেন তার উপর।
স্ট্যান্ডার্ড: আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিয়ে থাকেন তাহলে আপনি মোট ১২৮ টির অধিক চ্যানেল পাবেন। এর মধ্যে ৫৫ টির বেশি হচ্ছে এইচডি চ্যানেল।
লাইট প্লাস: লাইট প্লাস প্যাকেজের সাথে আপনি মোট ৯৮ টির অধিক চ্যানেল পাবেন। যার মধ্যে ৩৮ টির অধিক হচ্ছে এইচডি চ্যানেল।
লাইট: আপনি যদি লাইট প্যাকেজটি নেন তাহলে ৭৫ টি বা তার বেশি চ্যানেল পাবেন। আর এর মধ্যে ২৮ টি হচ্ছে এইচডি চ্যানেল।
আপনি কোন প্যাকেজে কি কি চ্যানেল পাবেন ও তার মধ্যে কোনগুলো এইচডি তা আপনি তাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। এর জন্য প্রথমে গুগলে গিয়ে Akash DTH লিখে সার্চ করুন বা টাইপ করুন akashdth.com। সেখানে গিয়ে ডান পাশে উপরে থাকা থ্রি ডট মেন্যুবারে ক্লিক করুন এরপর মেন্যুটি ওপেন হবে। সেখান থেকে Packs & Channels অপশনের পাশে থাকা তীর চিহ্নে ক্লিক করুন এবং আপনার ক্রয়কৃত প্যাকেজটি সিলেক্ট করুন। এরপর আপনি আপনার প্যাকেজের সাথে কোন কোন চ্যানেল পাবেন তা এসে পড়বে।
Akash DTH কোথায় পাওয়া যায়?
মূল্য কত ও কি কি সুযোগ সুবিধা পাবেন তা তো বলা শেষ এখন মূল বিষয় হয়েছে আপনি কিভাবে আকাশ ডিটিএইচ কিনবেন। আকাশ ডিটিএইচ কেনা তেমন কোনো কঠিন কাজ নয়। প্রথমে আপনার টেলিভিশনে কানেকশন পাওয়ার বেশ কিছু উপায় আছে।
প্রথমে তাদের ওয়েবসাইটে গিয়ে থ্রি ডট মেন্যু থেকে Buy অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে আপনার কাঙ্ক্ষিত কানেকশন সিলেক্ট করুন ও নিচে থাকা Buy Now বাটনে ক্লিক করুন। এরপর একটি ফর্ম আসবে। সেই ফর্মটিতে আপনি আপনার নাম, নাম্বার, ইমেইল, জেলা, থানা ও এড্রেস দিয়ে পূরণ করুন। আর Payment Preference অপশনে Pay Online সিলেক্ট করুন। তারপর যে কয় টাকা পাঠাতে হবে তা পাঠিয়ে দিন।
সর্বোচ্চ ৫ কর্মদিবসের মধ্যে আপনার সেট টপ বক্স ও সবকিছু পৌঁছে যাবে।
এছাড়া আপনি গুগলে গিয়ে সার্চ করুন Akash DTH Store Locator।
এরপর যে লিংকটি প্রথমে আসবে সেটিতে প্রবেশ করুন।
ওখানে দেখতে পারবেন তাদের সব দোকানের ঠিকানা দেওয়া রয়েছে।
পেইজের উপরে দেখতে পারবেন Selecte District ও Select Thana দুটি অপশন আছে।
আপনার জেলা ও থানা নির্বাচন করুন।
তাহলেই আপনার এলাকায় যে যে দোকানে আকাশের লাইন দেয় তা এসে পড়বে ও তাদের ঠিকানা এসে পড়বে।
এখন কানেকশন আনার পর বিষয় হচ্ছে প্যাকেজ ফি বা প্ল্যান ফি কিভাবে দিবেন।
প্ল্যান ফি অনলাইনে দিতে হবে। অনলাইন বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি আপনার একাউন্ট রিচার্জ করবেন।
রিচার্জ করার জন্য আপনি যেকোনো ভিসা ডেবিট কার্ড, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, নেক্সাস পে ব্যবহার করতে পারেন।
মোবাইল ব্যাংকিং এর মধ্যে বিকাশ, রকেট, নগদ, উপায়, এম ক্যাশ, মাই ক্যাশ ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
এছাড়া এবি ব্যাংক, ব্যাংক এশিয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রভৃতি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং দিয়েও রিচার্জ করতে পারবেন।
আকাশ ডিটিএইচ কেন কিনবেন?
প্রথম ও মূল কারণ হচ্ছে আকাশ ডিটিএইচ এর ছবির কোয়ালিটি সাধারণ ডিস বা অন্যান্য ডিটিএইচ এর চেয়ে অনেক ভালো। মোটামুটি ভালো সস্তাও।
সবসময়ই কোনো না কোনো অফার চলে যা দিয়ে আপনি কিছু টাকা বাচাঁতে পারবেন।
এছাড়াও তাদের রয়েছে ২৪/৭ কাস্টমার কেয়ার। তারা দেশের সর্বোচ্চ এইচডি ও নরমাল চ্যানেল প্রোভাইড করে।
দেশের প্রায় সব জায়গাতেই লাগাতে পারেন।
এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।
[yasr_visitor_votes size=”small”]