আজকে করোনায় দেশে মৃত্যুর মিছিলে যোগ হলো অর্ধশত !

কোথা থেকে আসলো এই ভাইরাস ভিন্ন লোক বলছে ভিন্ন কথা কেউ বলছে এটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেউ বলছে প্রাকৃতিক নিয়মে এটা এসেছে ।

এই ভাইরাসের শেষ কোথায় কবে থামবে মৃত্যুর মিছিল কবে দেশ থেকে রোধ হবে পুরোপুরিভাবে কবে মানুষের থেকে় পালাবে এটা

আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী
৫৩ জন এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বা এবং মৃত্যুর মিছিলে যোগ হলো মোট ১২৬২ জন
তাছাড়া ভাইরাসের আক্রান্ত আমাদের দেশে দিন দিন মুসল হারে বেড়েই চলেছে এটা যেন এক মিত্যু যুদ্ধ ।।
তাছাড়া বর্তমানে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত করা হল ৩৮৬২ জন আর গতকাল সোমবার শনাক্ত হয়েছিলেন ৩০৯৯ জন করোনা রোগী।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাসিমা খাতুন বলেন এভাবে যদি মানুষ মাঝে এটা হতে থাকে তাহলে দেশের অবস্থা করুণ হয়ে থাকবে প্রতিটি লোক রোগে ভুগতে পারে এবং ছড়িয়ে যেতে পারে।

তাছাড়া তিনি আরো বলেছেন এই ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে আমরা যখন বাইরে অর্থাৎ ঘরের বাইরে বের হব তখন আমাদের মুখে মাক্স ব্যবহার করব এবং হাত আর মুখ সাবান দিয়ে ভালো করে ধৌত করে নেব


বাড়ি থেকে সেই কয়বারই বের হব তখন একবার করে ধুয়ে নেব আর বাড়িতে আসার পর একবার ধুয়ে নেব এবং এই স্বাস্থ্যবিধি মানতে আমাদের পরিবারের এবং আশেপাশের লোক কেউ এই বিষয়ে সতর্ক করা।

প্রয়োজন কারণ তাহলে আমি সতর্ক থাকলে আমার পরিবারকেও সতর্ক রাখতে বলবো এবং আশেপাশের মানুষ গুলোকে সতর্ক থাকতে বলব তাহলে আপনিও বাসবেন এবং দেশের লোক বাচবে।

বর্তমানে এই ভাইরাসের দিক থেকে সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছে ব্রাজিল ভারত এবং আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের ঝুঁকিটা অনেক বেশি অন্যান্য দেশের থেকে

তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোন পোস্টে নতুন কোন সংবাদ এর সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি!

 

Related Posts

11 Comments

মন্তব্য করুন