হেলো বন্ধুরা আসা করি ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।এই করোনাকালে আমরা সবাই রীতিমতো বাড়িতে বসে রয়েছি ফলে আমরা সবাই গ্রাথরপ প্রতিনিয়ত কিছু নতুন পোস্ট নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পোস্ট যা এবার যেকোনো ওয়াইফাইকে হাইড করে নিজের ইচ্ছামতো ইউজার কন্ট্রোল করুন।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই পোস্টটি।
১.প্রথমে গুগল এ যান গিয়ে আপনার ওয়াইফাই এর আইপি এড্রেসটি লিখুন ঠিক উপরের স্কিনশর্ট এর মতো করে যদি আইপি এড্রেস না জানেন তাহলে আপনি রাউটার সেটআপ পেজ নামে একটি এ্যাপ আছে গুগল প্লে-ষ্টোর এ সেটা নামিয়ে নিন।আমার ওয়াইফাই পেজ লক লরা তাই আমি আমার ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে লিংকে প্রবেশ করছি।
২.এবার আমার রাউটার কন্ট্রোল পেজ বা এডমিন পেজ থেকে নিচে Wireless নামে এই অপশনটিতে ক্লিক করুন ও প্রবেশ করুন।
৩.এবার Enable SSID Broadcast অপশনটিতে টিক দিয়ে সেভ করে নিন।
৪.কাজ শেষ ওয়াইফাই এর রেন্জ দেখাচ্ছে না মানে দেখাচ্ছে যে আপনার এই এরিয়ায় কোনো ওয়াইফাই নেই।ওয়াইফাই টি হাইড হয়ে গেছে।
৫.এবার Ad Network থেকে ওয়াইফাই এস এস আইডি ও ওয়াইফাই এর পাসওয়ার্ড দিন ও সিকিউরিটি টাইপ সিলেক্ট করুন ও সেভ করুন।
৬.দেখুন কানেক্টেড হয়ে গেছে আমার মোবাইলের ওয়াইফাই এভাবে আপনি চাইলে শুধু ইউসারদের কানেক্টেড করে দিতে পারবেন না হলে কেউ ওয়াইফাই চালাতে পারবে না।
আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোথা কোন ভুল থাকলে মার্জিত ভাষায় ধরিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেয ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হচ্ছে।আর সবসময় গ্রথোরের সাথে থাকবেন।