ক্যারিয়ারের ধারনাঃ
ক্যারিয়ারের ধারণা টি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যন্য বিষয়বস্তু সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন।
কাজঃ
কোন কিছু করাকে সাধারণ ভাষায় কাজ বলে।
এটি ব্যাপক ধারণা যার মাধ্যমে যেকোন কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।চাকরী , পেশার ক্ষেত্রে মানুষ কে যা যা করতে হয় সে গুলো কোন না কোন কাজ।
এর বাইরেও দৈনন্দিন জীবনে মানুষ যা করে। যেমনঃ পড়ালেখা করা, খাওয়া- দাওয়া করা,ব্যায়াম করা বাজার করাে এগুলোকে সাধারণ ভাষায় কাজ বলি।
চাকরিঃ
ব্যক্তির কর্মক্ষেত্রে নিদ্রিষ্ট পদে অবস্থান করাকে চাকরি বলে।
যেমনঃসরকারী হাস্পাতালের চিকিৎসক,জেলা প্রশাসক,বাগান পরিচর্যাকারী, দারোয়ান, করমী,ইত্যাদী।
পেশাঃ
যখন কোন কাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষনের দ্দরকার হয় তখন তাকে পেশা বলে।
যেমনঃএকটি ভবনের নকশা যে স্থাপতি করেন তাকে স্থাপতিবিদ্যায় শিক্ষা ও প্রশিক্ষন নিতে হয়।তাই এটি তার পেশা।
বৃত্তিঃ
বিশেষ কোন শিক্ষা বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষনে ছাড়াই ব্যক্তি কাজ করে অর্থ উপার্জন করে তাকে বৃত্তি বলে।
যেমনঃযারা নির্মাণ শ্রমিক তাদে জন্য বিস্তর শিক্ষা ও প্রশিক্ষনের দরকার হয় না।
ক্যারিয়ারঃ
ক্যারিয়ার হলো সব ধরনের কাজ,পেশা বা বৃত্তি ।
জীবন অভিজ্ঞতার সমন্বিত রুপ যা একজন ব্যক্তি তার সার জীবন অর্জন করে।
যেমনঃমামুন ডাক্তার হওয়ার জন্য ছোট বেলা থেকে ভালোভাবে পড়াশুনা করে। পরবর্তী তে সে বিজ্ঞান বিষয়ে এইচ..এস .সি পরিক্ষায় ভালো ফলাফল করে ম্যাডিকেল এ পড়াশোনা করন।
পরবর্তীতে মামুন একজন এম.বি.বি.এস ডাক্তার হন।
মামুনের জীবোনে প্রতিটি কাজই হচ্ছে ক্যারিয়ার।
ধন্যবাদ সবাইকে।