আমাদের দেশে যে পরিমানে পরিবেশ দূষণ হচ্ছে তার কারন

পরিবেশ দিন দিন দূষণ হয়েই চলেছে । তাঁর প্রধান কারণ মানুষ। মানুষ যে সমস্তকাজ করছে তাঁর ফলে পরিবেশ ও ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যেমন সেই কাজ গুলোর কথা বলি । মানুষ যে খানে সেখানে মলমুত্র ত্যাগ করছে ।আবার খাবার খাওয়া এর পর বাকি অংশ যেখানে সেখানে ফেলছে সেটা আবার পচে যায় এবং সেখান থেকে বায়ুর মাধ্যমে পরিবেশ দূষণ করে। কলকারখানার বর্জ্য পদার্থ থেকে। পর্যাপ্ত পরিমাণে বা উচ্চ পর্যায়ে গাড়ির হর্ন বাজানো। পশু পাখি এর মর দেহ, অসামাজিক কাজ করা, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা ।এ থেকে পরিবেশ দূষণ করে। সেজন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। এবং এগুলো যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমাদের ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। প্রতি টি মানুষ কে পরিবেশের কথা ভাবতে হবে কিভাবে আমরা পরিবেশ কে করবো। সাধারণত পরিবেশ দূষণ দেখা শহর অঞ্চলে বেশি।এই ভাবে যদি দূষণ হতে থাকে তাহলে আমাদের অসুখ বিসুখ ও বেরে চলবেপরিবেশ দূষণের ফলে আজ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অনেক সাগর গুলোর বরফ উঁচু হয়ে উঠছে সাগরের পানি ।আর আমাদের মতন দেশ গুলো এক সময় পানির নিচে তলিয়ে যেতে পারে।আর বাংলাদেশে জনসংখ্যার জন্য আজ বন ভূমি গুলো উজার হয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়ছে কিন্তূ বন এর পরিমাণ কমছে।সে জন্য আমাদের নিরাপদে থাকতে একটা গাছ কাটলে দুইটা গাছ লাগাতে হবে। পরিবেশ দূষণ এর কারনে এখন জমির ফসল ও খারাপ হচ্ছে । এতে কৃষকের অনেক বিপদ হচ্ছেও এবং অনেক অভাব দেখা দিচ্ছে কৃষকের ঘরে। আর একটি কারন পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করার জন্য প্রাকৃতিক ভাবে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে পরিবেশ দূষণ করার জন্য কয়েকটি আমাদের পদক্ষেপ গুলো গ্রহণ করতে হবে। পরিবেশ দূষণের কারণে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। কৃষিতে রাসায়নিক সার এর ব্যাবহার কমিয়ে জৈব সারের পরিমাণ বাড়াতে হবেও বেশি পরিমাণে জমিতে দিতে হবে ‌। শিল্প কারখানা গুলো গ্রাম এলাকা থেকে দূরে স্থাপন করতে হবে।পরিবেশ সংরক্ষণের দায়িত্ব কেবল মাত্র সরকার বা ব‌্যক্তির না দায়িত্ব।এটা সবার বা সকলের ও বিশ্ব বাসীর প্রতিটি মানুষের দায়িত্ব। সবাই এক সাথে কাজ করতে হবে। আর যদি দশে মিলে যদি কাজ হয় তাহলে আমাদের পরিবেশ ভালো ভাবে গড়ে তুলতে। সবাই পবিরার কে সুস্থ রাখতে পরিবেশ এর খেয়াল রাখতে হবে। যাঁরা পরিবেশ দূষণ বলে কিছু বোঝে না তাদের ভালো করে বোঝাতে হবে কি করে পরিবেশ কে রক্ষা করা যায় ।আর তার পাশাপাশি আমাদের মতন বড় ছোট দের লিখাতে হবে । তাহলে তাঁরা পরবর্তী সময় পরিবেশ কে রক্ষা করতে পারবে।

Related Posts

9 Comments

মন্তব্য করুন