আর একবার প্রমাণ হল ঘরের মাটিতে অপ্রতিরোধ্য ভারত। শেষ ম্যাচে জয় এর সাথে সিরিজ ও জয়লাভ করল ভারত।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়া’লার অশেষ রহমতে আমিও ভালো আছি।

 

আজকে সিরিজ এর  শেষ ও সিরিজ নির্ধারনী  ম্যাচে  প্রথম এ ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। স্মিথ এর ব্যাট এ সপ্ন দেখে তারা।স্মিথ বড় স্কোর উপহার দেয়।কিন্তু অপর পাশে কেউ তেমন যোগ্য সঙ্গ না দেওয়ার কারনে বড় স্কোর করতে পারেনি অস্ট্রেলিয়া। ৫০ ওবার এ অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৮৬ রান ৯ উইকেট এর বিনিময়ে। স্মিথ করে ১৩১ রান।

৩৮৭ রান এর টার্গেট এ ব্যাট করতে নেমে রাহুল এর উইকেট হারালেও সবসময় ম্যাচ ভারত এর হাতে ছিল। রোহিত শর্মা ও বিরাট কোহলির দারুণ ব্যাটিং এ ৭ উইকেট এ জয় তুলে নেয় ভারত। রোহিত শর্মা করেন ১১৯ আর বিরাট কোহলি ৮৯ করে আউট হন।

আর একবার প্রমাণ হল ঘরের মাটিতে অপ্রতিরোধ্য ভারত। সিরিজ জয় করল অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে। প্রথম ম্যাচ হারার পরও পরপর ২ ম্যাচ এ জয় তুলে সিরিজ জয় করল তারা।

আশা করি পোস্ট টি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী কোন এক পোস্ট এ।আল্লাহ হাফেজ।

Related Posts