আয় করুন এবার পোস্ট, কমেন্ট এবং শেয়ার করে ! জানতে হলে বিস্তারিত পড়ুন।

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ?

আশা করি ভাল আছেন, সুস্থ আছেন।

পোষ্টের শিরোনাম দেখে আপনারা হয়তোবা অবাক হচ্ছেন যে কিভাবে শুধুমাত্র কমেন্ট করে, পোষ্ট ভিউ করে এবং শেয়ার করে মাসে পাঁচশ টাকার মতো ইনকাম করবেন, আপনি ঠিকই শুনেছেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো পোস্টটি পড়ুন।

তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

আপনি যদি শুধু কমেন্ট,পোস্ট ভিউ আর শেয়ার করে উপার্জন করতে চান তাহলে আপনার জন্য grathor.com একটি উপযুক্ত সাইট।

আপনি এখনো নিজে এই পোস্টটি করেছেন এই পোস্টটি grathor.com এর পোস্ট।

grathor.com হচ্ছে একটি সাইট।যে সাইট শত শত লেখক আর্টিকেল লিখে এবং তারা লিখার বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হয়।

এখানে থেকে আয় করার প্রধান মাধ্যম হচ্ছে আর্টিকেল লিখা।

আর্টিকেল লিখতে পারেননা না অথবা জানেননা তাদের জন্য grathor.com ভিন্ন উপায় রেখেছে।

তারা কমেন্ট করে, পোস্ট ভিউ করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ইনকাম করতে পারেন। এখন হয়তবা আপনাদের মাথায় আসছে না একটি পেমেন্ট করবে কিনা- তাহলে নিচের লিঙ্কে গিয়ে দেখে আসুন-

https://grathor.com/payment-proof

এখানে আপনারা প্রতিটি কমেন্টে পাবেন ৫ পয়সা করি এবং দৈনিক ৫০ টাকা ভিন্ন ভিন্ন আর্টিকেলে কমেন্ট করলে পাবেন পাঁচ টাকা। এছাড়াও প্রতিটি পোস্ট ভিউ করলে ১ পয়সা করে পাবেন

যে মাধ্যমটা দিয়ে আপনারা দৈনিক ৫০০ টাকার মতো কোনো কষ্ট না করে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে শেয়ার করে।

এখান থেকে আপনার যে কোন একটি পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। যেমন -ফেসবুকের একটি গ্রুপে শেয়ার করলে সেই শেয়ার করার লিঙ্ক থেকে যদি ৩৫ জন ভিজিটর আসে তাহলে আপনি পেয়ে যাবেন ১০ টাকা।

সর্বোচ্চ আপনাকে 500 টাকা পর্যন্ত দেওয়া হবে। তাহলে ভাবুন যদি আপনার শেয়ার করা লিংক থেকে ৫০০ভিজিটর আসে তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন।

আরেকটা কথা বলে রাখি আপনার শেয়ার করার লিংক টি অবশ্যই তাদের তাদের কাছে সাবমিট করতে হবে।তারা ২৪ ঘন্টার ভিতরে লিংক পর্যবেক্ষণ করে আপনার একাউন্টে টাকা দিয়ে দিবে।

আর এখানে একটি আর্টিকেল লিখলে আপনি ৮ থেকে ১০০ টাকা পর্যন্ত পাবেন।

রেজিস্ট্রেশন এর লিংক দিয়ে দিচ্ছি-

রেজিস্ট্রেশন লিংক-https://grathor.com/earning-program/?mref=minhajul1234567890

লিংকে ক্লিক করলে একটি পেজ আসবে সেখানে বামদিকে থ্রি ডট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আসবে

সেখানে ক্লিক করে আপনার ই-মেইল, ইউজারনেম-,পাসওয়ার্ড, কান্ট্রি, নাম আরো কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

একাউন্ট খুলতে কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Posts