আয় করুন বাংলাদেশি ফ্রিলেন্সিং সাইট থেকে

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন, সুস্থ আছেন। অনলাইন থেকে ইনকাম করার অনেক সাইট আছে তবে সব সাইটে যে আপনাকে পেমেন্ট দিবে তা নয়। সেজন্য আপনাকে সেই সাইটটি সম্পর্কে জানা দরকার।

আর আমরা যারা বিশ্বস্ত সাইট পায় তাদের আবার আরেকটি সমস্যা হল পেমেন্ট সিস্টেম নিয়ে। আজকে আমি আপনাদেরকে এমন একটি বাংলাদেশী ইনকাম সাইট শেয়ার করব যে সাইটে থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন আপনার বিকাশ ব্যাংক একাউন্ট এবং পেপালের মাধ্যমে।

আজকে আমি আপনাদেরকে যে সাইটটি শেয়ার করব তার নাম হচ্ছে- https://link.grathor.com/lv

বিল্যান্সার ডটকম বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট। সাইটি ২০১৫ সালে ১মে যাত্রা শুরু করে। এটির আগে “অনলাইন ডেস্ক “নামে পরিচিত ছিল। তবে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মাননীয় জুনায়েদ হোসেন পলক এর পরামর্শে সাইটটির নাম দেওয়া হয়।বিল্যান্সার ডটকম।

এখানে প্রায় ৪৯৬২৮ জন্য ফ্রিল্যান্সিং কাজ করছে এবং ৫৮২৯ ক্লায়েন্ট কাজ দেওয়া দিচ্ছে।
এখানে বেশিরভাগ বায়াররা বাংলাদেশী তবে এখানে বিদেশি বায়ারদের আনার চেষ্টা চলছে।
এখানে আপনি সর্বনিম্ন ১০০ টাকা থেকে অনেক বড় বড় এমাউন্টের কাজ পাবেন।

কি কি কাজ দেওয়া হয়- এখানে কাজের মধ্যে আছে –

১/মোবাইল অ্যাপ ডাউনলোড
২/সফটওয়্যার ডেভলপমেন্ট
৩/ওয়েবসাইট ডেভেলপমেন্ট
৪/গ্রাফিক্স ডিজাইন
৫/ প্রিন্টিং
৬/আর্টিকেল রাইটিং
৭/এস ই ও

আর অনেক ধরনের দেশীয় কাজ পাবেন।

কিভাবে কাজ করবেন-

এখানে কাজ করার জন্য আপনাকে প্রথমে এই সাইটটিতে একটি একাউন্ট খুলতে হবে। সাইটটিতে একাউন্ট খোলার পর আপনার একাউন্ট থেকে অপশনে গিয়ে অনেক ধরনের কাজ দেখতে পারবেন এবং কাজের পাশে অ্যামাউন্ট লেখা থাকবে।

আপনি যে কাজটি করতে যান সেই কাজটিতে বিট করার পর বায়াররা আপনার প্রোফাইল এবং অভিজ্ঞতা দেখে দক্ষ ফ্রিল্যান্সারদের কাজ দিবে। এজন্য অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলে পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা অ্যাড করতে হবে তা না হলে আপনাকে কাজ নাও দিতে পারে।

পেমেন্ট সিস্টেম-

এটি যেহুতু বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট তাঔ আপনি এখান থেকে আপনি বিকাশ, ব্যাংক একাউন্ট থেকে,পেপাল,
এছাড়া তাদের অফিস গিয়েও টাকা নিয়ে আসতে পারবেনন।

আশা করি পোস্ট টি ভালো লেগেছে। বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব রিপ্লে দেওয়ার চেষ্টা করব।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

Related Posts