ইউটিউবের ভিডিওতে কত ভিওসে কত টাকা ইনকাম হয়?

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।ইউটিউব হচ্ছে ভিডিও দেখার সবথেকে বড় মাধ্যম।এখানে প্রতিদিন প্রচুর ভিডিও আপলোড এবং প্রচুর ভিডিও ভিওস হয়।আমাদের মধ্যে যারা ইউটিউব সম্পর্কে একটু কম বুঝি তারা মনে করি ইউটিউবে যারা ভিডিও আপলোড করছে তারা কত কত টাকাই না ইনকাম করেন ইউটিউবের মাধ্যমে।কিন্তু আসলে ব্যাপারটা এমন না।ইউটিউববে যারা ভালো খ্যাতি রয়েছে,যারা অনেক বছর ধরে ভিডিও আপলোড করছে এবং যাদের যাদের ভিডিওতে অনেক বেশি পরিমান ভিওস হয় তারা একটা ভালো পরিমান ইনকাম করতে পারে ইউটিউবের মাধ্য

বেশিরভাগ ইউটিউবার তাদের ভালো সাবস্ক্রাইব থাকার পর ও তারা ভিওস এর কারণে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারছেন না।তাই আজকে আমি আপনাদেরকে এই বিষয় টা পরিষ্কার করে দেবো আসলে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয়?কত ভিওসে কত টাকা দেয়?কিভাবে বেশি পরিমান ইনকাম করা যায়?তো চলুন শুরু করা যাক;

ইউটিউবে টাকা ইনকামের সবথেকে ভালো উপায় হচ্ছে মনিটাইজেশনের মাধ্যমে এড ভিও করিয়ে ইনকাম করা।এই ব্যাপারে আপনাদেরকে একটু বলি।ইউটিউবের নতুন তথ্য অনুযায়ী মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম দরকার।এবং তা বৈধভাবে পুরন করতে পারলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে।মনিটাইজেশন পাওয়ার পর আপনার চ্যানেলে এড দেখাবে।সেই এডগুলোতে যদি কেও ক্লিক করে তাহলে আপনি কিছু টাকা পাবেন।এভাবেই ইনকাম করা যায়।

ইউটিউব আসলে এড ক্লিকের উপর টাকা দিয়ে থাকে। আপনার চ্যানেলে যত বেশি ভিওস থাকবে তত এড ক্লিক পরার সম্ভাবনা থাকবে।সাধারণত ৩০০০-৪০০০ ভিওসে ইউটিউব ১ ডলার দিয়ে থাকে।অন্যান্য দেশে ১০০০ ভিওসে ও ১ ডলার দেওয়া হয়।তার একটাই কারণ বাংলাদেশে সিপিসি রেট কম।

ইউটিউব থেকে বেশি ইনকাম করতে হলে প্রতিদিন ধৈর্যোসহকারে ভিডিও আপলোড করে যেতে হবে।ভিডিও ভালো হলে আপনি স্পনসর পাবেন।সেখান থেকেও ইনকাম করতে পারবেন।

আসলে ইউটিউব সম্পর্কে আপনাদের যেই একটা ভুল ধারণা ছিল সেটা আমি বুঝাতে পেরেছি।ভালো ভিওস ছারা ইউটিউবে তেমন ইনকাম হয় না।পুরো লেখাটা পরার জন্য আপনাকে ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন