ইউটিউব থেকে আয় করার সহজ পদ্ধতি

আমরা অনেকেই অনলাইনে ইনকাম করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি সবসময়। কিন্তু হাতে গোনা অল্প কয়েকজন বাদে সফলতার মুখ দেখেনি অনেকেই। অনেকে অনেক পন্থা অবলম্বন করলেও আমরো আশি ভাগ অনলাইন এক্টিভিটিস ইউটিউবে অন্তত একবার হলেও চেষ্ট করেছি।কিন্তু কিছু কারনে আমরা সফল হতে পারিনি।

 

আমরা কেন সফল হতে পারিনি তার কিছু চিহ্নিত কারন আগে আলোচনা করে আসিঃ

 

কেন আমরা ঝরে পড়িঃ

 

১। একটা দুইটা ভিডিও আপলোড দেওয়ার পরে ভিডিওতে তেমন ভিউ না পরার কারনে।

২। সাবস্ক্রাইব না বাড়াতে পেরে।

৩। ভিডিও কন্টেন্ট এলামেলো হওয়া।

৪। ভালো এডিট না জানা।

৫। ইউটিউব মার্কেটিং সম্পর্কে অজ্ঞ থাকা।

৬। সবচেয়ে গুরুতর ব্যাপার হলো আমাদের সবুর করার মত মানসিক না থাকা।

 

কি করতে হবেঃ

১। প্রথমত মানস্পন্ন ভিডিও তৈরি করতে হবে।

২। ভালো মানের এডিট করা জানতে হবে।সাথে ডাবিং জানলে তো সোনায় সোহাগা।

৩। আপনি আপনার চ্যানেলটিতে যে কোন একধরনের ভিডিও আপলোড করা। (বেশির ভাগই একই চ্যানেলে গান, কমিডি, খেলা, নিউজ ইত্যাদি দিয়ে থাকে। আপনি যে কোন একটি বিষয় নিয়ে এগিয়ে যান।

৪। আপনাকে মানুষের পাশে পৌছাতে হলে এই সময়ে মার্কেটিং এর কোন বিকল্প নেই। সে ক্ষেত্রে আপনি আপনার ভিডিও লিংকটি বিভিন্ন ফেসবুক গ্রুপে, বন্ধুদের সাথে, বুষ্ট ইত্যাদির মাধ্যমে প্রমোট করা।

৫। ধৈর্য ধারন করা এবং নিয়মিত সময় দেওয়া।

 

কি ধরনের ভিডিও আপলোড করবেনঃ

 

১। আপনি যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে একটি টিম করতে পারেন তাহলে ছোট ছোট ফানি ভিডিও আপনার জন্য।

২। বিভিন্ন বিষয়, স্থান, ব্যাক্তি নিয়ে ডকুমেন্টারি।

৩। মিউজিক ভিডিও বানানো আপনার এখনই দরকার নেই। কারন, আপনি যে ভিডিও বানাবেন তাতে মানুষের আগ্রহ থাকবে এমন কোন মানে নেই।

৪।আপনি যদি কোথায় ঘোরাঘুরি না করে কাজ করতে চান তাহলে টিউটোরিয়াল কন্টেন্ট আপনার জন্য। এখনি প্রচুর পরিমান টিউটোরিয়াল তৈরি করুন এবং সুন্দর ভয়েস দিন।

৫। আপনি যদি ঘোরাঘুরি করতে ভালো বাসেন তাহলে টুরিষ্ট স্পট নিয়ে ভিডিও তৈরিতে আজই লেগে পরুন আর সেই সব ভিডিও শেয়ার করুন টুরিষ্ট গ্রুপ গুলোতে সাফল্য আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।

৬। আপনি রান্না পারেন তাহলে একটি রান্নার চ্যানেল খুলে নিয়মিত নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করুন।

এভাবে প্রচুর কন্টেন্ট আছে যেটা নিয়ে আপনি নিয়মিত কাজ করতে পারবেন।একটা কথা মাথায় রাখবেন কোন কিছু থেকে ইনকাম করা খুব সহজ কাজ না। তার জন্য একান্ত প্রচেষ্টা ও অপেক্ষা করার মত মানসিকতা থাকতে হবে।

 

সাবস্ক্রাইব ও ভিউ নিয়ে আলোচনাঃ

 

আপনাকে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ১ বছরের মধ্যে ১000 সাবস্ক্রাইব ও ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।

 

সাবস্ক্রাইব কিভাবে বাড়বে? এই ভাবনা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, এখন অনেকেই সাবস্ক্রাইব বিক্রি করে থাকে। আপনার সাবস্ক্রিইব যেভাবেই হোক ১000 হলেই ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম তোলা তখন কোন ফ্যাক্টর হিসেবে বাধা হয়ে দাড়াতে পারবে না।

 

শুধু মনে মনে প্রতিজ্ঞা করুন যে ভাবে হোক আপনার সফলতা আসবেই।

 

নোটঃ আগামী পোষ্টে আপনাদের সাথে কিছু আর্নিং সাইট নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ।

Related Posts