ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই সবার প্রতিভাকে সভার সামনে তুলে ধরতে পারে।ধরুন আমি ভালো নাচতে পারি, আমি ভালো গাইতে পারি, কেউ ভালো গেম খেলতে পারে অনেকের অনেক ধরনের প্রতিভা আছে।আপনি এই ইউটিউব থেকে এই প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারেন ইউটিউব প্লাটফর্ম এর মাধ্যেমে।কারন ইউটিউব পুরো পৃথিবীতে 5B+ মানুষ ইউটিউব ব্যবহার করে।তাহলে বুঝতে পারছেন এটা কোন জনপ্রিয় একটি মাধ্যেম।এবার আপনার প্রতিভা দেখিয়ে এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন।কিন্তু ইনকাম করার আগে আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে।তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ১ হাজার সাবস্ক্রাইব পুরন করতে হবে।এটা করতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যায়।আপনার ভিডিও কনটেন্ট যদি ভালো হয় তাহলে আপনি খুব তারাতারি এই ধাপটি অতিক্রম করতে পারবেন।এবার আসি পরের ধাপ যেটা খুবই কষ্ট ৪০০০০ মিনিট ওয়াচ টাইম যেটা করতে পারলে আপনার চেনেল এ ৯০% ধাপ অতিক্রম করতে পেরেছেন।এরপর আপনাকে ইউটিউব এ ১ হাজার সাবস্ক্রাইব পুরন এর জন্য congratulation জানাবে।এবার ইউটিউব থেকে আপনাকে বলা হবে আপনি একটা Google addsans একাউন্ট খুলতে এবং সেটাকে ইউটিউব এর সাথে কানেক্ট করতে।Google addsans কি এটা দিয়ে কি কাজ এটা নিয়ে একটা লিখে দেব। এবার আসল কথায় আসি।ইউটিউবে যখন Google Addsans কানেক্ট করা হয়ে যাবে তারপর ৩-৪ দিন এর জন্য একটা রিভিও নেওয়া হবে তারপর আপনাকে একটা মেইল করা হবে মেইল এ যা লেখা থাকবে
Congratulations — your YouTube channel, Technical Ahad, has been accepted into the YouTube Partner Program and is now able to monetize on YouTube!
To get you started, check out the YouTube Creator Hub so you can stay connected to the YouTube team and other Creators like you.
We also recommend reviewing the YouTube Help Center to learn more about monetizing on YouTube, including:
What kind of content you can monetize
Different ways you can monetize on YouTube
How to monetize specific videos
Monetization icon guide
As with everything related to YouTube, use your common sense, don’t abuse the site, and be respectful of others when choosing what content to monetize.
We’re looking forward to working with you!
Thanks,
– The YouTube Team
মনে করবেন আপনার চেনেল এ মনিটাইজেশন পেয়ে গেছেন এবার টাকা তুলতে হবে এটা নিয়ে বিস্তারিত লেখা আসবে