ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি
Institution of Diploma Engineers, Bangladesh (IDEB)
ফেীয়াল। অইহিৰি জন, ১৯o, কাকরাইল ফিণি কে, চাকা -১০০০। ফোন: ০১৬১৪, ২২৪৪, ফাঙ্গ। ৮৮-০২-৮৩১৯৮৮
cre: UE = Ea, sakle = Bisso, insud, inces, fatiguials asset = an
স্মারক নং ঃ আইডিইবি -৪২/ বিজ্ঞপ্তি/ ২০২০/ ৫৯০ তারিখ ঃ ০৮/ ০৭/ ২০১০ ইং
সংবাদ বিজ্ঞপ্তি
পলিটেকনিকে ভর্তির বিতর্কিত নীতিমালা সংশােধনের বিষয়ে
শিক্ষামন্ত্রীর সাথে আইডিইবি নেতৃবৃন্দের আলােচনা অনুষ্ঠিত
পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির বিতর্কিত নীতিমালাকে কেন্দ্র করে পলিটেকনিক শিক্ষার্থী
ও ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা নিরসনকল্পে আইডিইবি’র নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই
হেয়াররােডে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র বাসায় এক আলােচনায় মিলিত হন। আলােচনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল
হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব মােহাম্মদ আমিনুল ইসলাম খান, সংশ্লিষ্ট কয়েকজন
কর্মকর্তাসহ আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মােঃ শামসুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আইডিইবি’র নেতৃবৃন্দ মন্ত্রীদ্বয়কে জানান-পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যমান তীব্র শিক্ষক, অবকাঠামাে,
ওয়ার্কসপ, ল্যাব সংকট সমাধানের দাবিতে যখন শিক্ষক ছাত্রছাত্রীরা বিস্মেরণমুখ অবস্থানে রয়েছে, সেখানে এ বিতর্কিত
ও হটকারি ভর্তির নতুন নীতিমালা অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করেছে।
আলােচনায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের বিদ্যমান অবস্থাতে নতুন ভর্তির নীতিমালায় সব
বয়সীদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স উন্মুক্ত করা এবং ভর্তি যােগ্যতা জিপিএ ৩.৫ থেকে হ্রাস করে ২.৫
নির্ধারণ করা হলে দেশের কারিগরি শিক্ষা নিম্নমুখী হবে, যা পলিটেকনিক শিক্ষার্থী ও অভিভাবক, ডিপ্লোমা প্রকৌশলীগণ
মেনে নেবে না।
আইডিইবি নেতৃবৃন্দ বয়স্কদের দক্ষতা উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,
জনশক্তি ব্যুরাের আওতাভুক্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ৬ মাস/ ১ বছর মেয়াদী দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান, বাংলাদেশ
কারিগরি শিক্ষা বাের্ডের এনটিভিকিউএফ এর আওতায় যে কোন বয়সের এবং বিদেশ ফেরত ব্যক্তিদের লেভেল ১ থেকে
৬ পর্যন্ত দক্ষতা সনদ অর্জনের সুযােগ রয়েছে বলে মন্ত্রীকে জানান। ভর্তি নীতিমালা নিয়ে পলিটেকনিক শিক্ষাঙ্গনে সৃষ্ট
অস্থিরতা নিরসনে নেতৃবৃন্দ দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরােধ জানান। অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে
বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অনুষ্ঠিত আলােচনায় মন্ত্রী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির যােগ্যতা পূর্বের ভর্তির নীতিমালা
অনুযায়ী থাকবে বলে আশ্বাস প্রদান করেন এবং সব বয়সীদের ভর্তির বিষয়টি নিয়ে আরো আলােচনা হবে বলে আইডিইবি
নেতৃবৃন্দকে জানান।
(মোঃ শামসুর রহমান)
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বার্তা সম্পাদক, সংবাদ হিসেবে প্রকাশের অনুরোধসহ প্রেরিত হলাে।

Related Posts

10 Comments

মন্তব্য করুন