বর্তমান যুগে ইন্টারনেট কথাটির সাথে প্রায় সকলে পরিচিত। ইন্টারনেটের কথা জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে ইন্টারনেটের অবাধ বিচরণ এখন সারা দেশজুড়ে। ইন্টারনেটের সাথে প্রায় ছোট বড় সকল বয়সের মানুষ যুক্ত রয়েছে। তাই ইন্টারনেটের সুষ্ঠু এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। ইন্টারনেটের অবাধ বিচরণের ফলে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একটু বেশি আপন করে নিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ বনিতারাও।সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বার্তা আদান প্রদান করতে পারছে। মতবিনিময় করতে পারছে। সেই সাথে বিভিন্ন খবরাখবর খুব সহজে জানতে পারছে। যার ফলে মানুষ ইন্টারনেটে যা কিছু দেখছে প্রায় সকল কিছুই বিশ্বাসযোগ্য মনে করছে। যা ইন্টারনেট এর সঠিক ব্যবহারের মতে দূরত্ব তৈরি করছে। সামাজিক যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফেইসবুক। ফেইসবুকের মাধ্যমে আপনি খুব সহজে একে অপরের সাথে যুক্ত হতে পারছেন। সেই সাথে অডিও ভিডিও কলের মাধ্যমেও কথা বলতে পারছেন। তাই ফেইসবুকের মাধ্যমে ক্ষতিটা হচ্ছে সবচেয়ে বেশি।ফেইসবুকের মাধ্যমে অপরিচিত কারো সাথে প্রেমের বিনিময়ে ঘটে থাকে অনেক মেয়েদের সম্মানহানি, শ্লীনতাহানির মতো ঘটনা। সেই সাথে একজনের আইডি থেকে বিনা অনুমতিতে তার ছবি ব্যবহার করে একাউন্ট খুলছে দুস্কৃতিকারীরা। এছাড়া ফেইসবুকের মাধ্যমে মানুষ যেকোনো তথ্য বা ভিডিও শেয়ার দিয়ে তা ভাইরাল করছে। অনেকের আইডি হ্যাকারদের কবলে পড়ে গোপনীয়তা হারাচ্ছে। তাছাড়া আরোও নানা ধরনের অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে এই ফেইসবুকের মাধ্যমে। এতক্ষনতো বললাম শুধুমাত্র ফেইসবুকের কথা। তবে শুধুমাত্র ফেইসবুক নয় হুমকির কবলে রয়েছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও। তাই ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য কতগুলো নিয়ম মেনে চলা আবশ্যক। যেমন: ১.অপরিচিত মানুষের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এড হওয়া থেকে বিরত থাকুন। ২. যএতএ খবরাখবরের ব্যাপারে নিশ্চিত না হয়ে বিশ্বাস করা থেকে বিরত থাকা। ৩.অন্যকারো ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়া হতে বিরত থাকা। ৪.১৮ বছরের নিচে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা। ৫. একান্ত ব্যক্তিগত মুহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদান প্রদান হতে বিরত থাকা। ৬.আইডি হ্যাক হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। ইন্টারনেট আমাদের বন্ধু। বন্ধু হিসেবে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।তাই ইন্টারনেটের সুস্থ ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
ভালোবাসা নিয়ে কিছু কথা
--মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না... তার জন্য একে অপরকে বুঝতে হয়..একে অপরের চাওয়া পাওয়া গুলোকে মূল্যায়ন করতে হয়.. --আপনি...