আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন।
আজকে লিখতে বসেছি ইন্টারনেট নিয়ে। আসলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাপারটা দিনদিন অনেকটা এগিয়ে চলেছে। পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসে পড়েছে ইন্টারনেটের সহজ প্রাপ্তি এর মাধ্যমে।
কিন্তু আমরা অনেকে আছি এখনো ইন্টারনেট তাই খুব ভালোভাবে ব্যবহার করতে পারিনা বা কেমন করে ব্যবহার করতে হয় তাও জানিনা।
আসলে আমরা ইউটিউব, ফেসবু্ গুগল এ তিনটি বিষয়ে ব্যবহার করে থাকি। যারা সেলিব্রিটি তারা কিন্তু এ তিনটি বিষয় ছাড়াও আরও অন্যান্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। তার মধ্যে হচ্ছে টুইটার , ইনস্টাগ্রাম এবং আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। আজকে কথা বলব শুধু গুগল, ইউটিউব এবং ফেসবুক নিয়ে।
১. প্রথমে আসি গুগোল। আসলে গুগোল হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। প্রতিমুহূর্তে এই গুগোল এ অনেক কিছু সার্চ হয়ে থাকে।ভালভাবে সার্চ সুবিধা পাওয়ার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো একটা জিমেইল একাউন্ট । আসলে আজকে জিমেইল একাউন্ট নিয়ে কোন কথা বলবো না সময় পেলে অন্য দিন এই জিমেইল অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো।
এ সার্চ করে আমরা বাংলা ইংলিশ বা অন্য কোন ভাষা লিখে সার্চ করতে পারি । আসলে আমরা এখনো জানিনা যে কেমনে কি সার্চ করব। আমরা যদি আমাদের প্রয়োজনীয় ওয়ার্ডটি সেটা বাংলা হোক বা ইংলিশ হোক যদি সেটা গুগলের সার্চ বারে লিখে সার্চ করি সে বিষয়টা আমরা পেয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন।
২. দ্বিতীয় বিষয় হল ফেসবুক আমরা কিন্তু ফেসবুক প্রতিনিয়তই ব্যবহার করি আসলে ফেসবুক কেমন করে ব্যবহার করতে হয় বা কি কি ক্লিক করা যায় না কোন কোন সাইটে প্রবেশ করা যায় না বা ফেসবুকের সব সেটিংস কিভাবে করতে হয় তা এখনো আমরা জানি না।
একটা প্রফেশনাল ফেসবুক আইডি খোলার জন্য আমরা কোন জায়গা থেকে সুবিধা পেতে পারি তা বলতেছি।
৩. তৃতীয় বিষয় হল ইউটিউব।
ইউটিউবে প্রতিনিয়ত লক্ষ-কোটি সার্চ হয়ে থাকে।আমরা যে বিষয়টা খুঁজি আসলে ওই বিষয়টা ইউটিউবে পেতে পারি। ইউটিউব টা ওপেন করে ইউটিউব সার্চ বাড়ে যে বিষয়টা প্রয়োজন হবে ওই বিষয়টা লিখে সার্চ করব।
আমরা ইউটিউবে সব কিছুই পেতে পারি। যেমন শিক্ষা বিষয়ে সব কিছু টিউটরিয়াল বা উইন্ডোজ টিপস ,এন্ড্রয়েড টিপস, কেমন করে মার্কেটিং করতে হয়, কেমন করে আউটসোর্সিং করতে হয়। আসলে সবকিছু ইউটিউব এর মধ্যে পাওয়া যায় একটু আগে বললাম যে কেমন করে একটা প্রফেশনাল ফেসবুক একাউন্ট খুলতে হয় সেটাও কিন্তু আমরা ইউটিউব এর মাধ্যমে পেয়ে থাকে।
আশা করছি সবাই বুঝতে পারছেন । আমরা এই তিনটি বিষয়ে ভালো করে আয়ত্ত করতে পারলেই অনলাইনের অনেক কিছু শিখতে পারবো। বিশেষ করে কোন কিছু সার্চ করা, কোনকিছু অনলাইন থেকে ডাউনলোড করা, কোন জিনিস অনলাইন থেকে মেমোরিতে নিয়ে আসা ভালোভাবে শিখতে পারবো যদি আমরা এই তিনটি বিষয় ভালো করে আয়ত্ত করতে পারি। আশা করি আপনারা সকলেই এই তিনটি বিষয় বুঝতে পারছেন । ভালো থাকবেন আজকে এ পর্যন্তই।