সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামুয়ালাইকুম!
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তায়ালার রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
:::::::বিষয়:সৃজনশীল প্রশ্নোর উত্তর।::::::::
» প্রশ্ন : ৬১
ইবরাহিম তার বন্ধুদের নিয়ে কাবা ঘরের ফযিলত। সম্পর্কে আলােচনা করতেছিল। এক পর্যায়ে ইব্রাহিম বলল , মহান প্রভু সর্বপ্রথম যে ঘর তৈরি করেছেন তা হল কাবা। আর এ ঘরের যিয়ারত করা অনেক নেকির কাজ। তার বন্ধু হাফিজ বলল ইবরাহিম আমি তােমার কথা মানতে পারলাম না। আমি তাে জানি। কাবা ঘর বানিয়েছে রাসুল ( স ) -এর বাল্যকালে আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে হযরত সুলাইমান। তাই বাইতুল মুকাদ্দাসই। সর্বপ্রথম ঘর হবে।
(ক) .কাবা ঘরের ইঞ্জিনিয়ার কে?
(খ). : مقام ابراهيم কী?
(গ) . ইবরাহিমের বক্তব্য কুরআন এর দলিলসহ আলােচনা কর।
(ঘ) , হাফিজের বক্তব্যের সাথে তুমি কি একমত? তােমার মতের পক্ষে যুক্তি দাও।
*************৬১ নং প্রশ্নের উত্তর************
(ক). কাবা ঘরের ইঞ্জিনিয়ার হযরত জিবরাঈল ( আ )
(খ). মাকামে ইবরাহিম হল মহান আল্লাহ তায়ালার একটি নিদর্শন। হযরত ইবরাহীম ( আ ) কাবা ঘর নির্মাণ করার সময় একটি পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘরের দেয়ালের কাজ করা অবস্থায়। প্রয়ােজন অনুপাতে লিফটের মত উঁচু নিচু হতাে। সেই পাথরটি যেখানে রাখা হয়েছে সে স্থানকেই মাকামে ইবরাহিম বলা হয়। তাওয়াফ শেষে সেখানে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব।
(গ) . উদ্দীপকে আমরা দেখতে পাই যে, ইবরাহিম তার বন্ধুদের বলল, মহান প্রভু সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন তার নাম কা’বা। আর এই ঘর যিয়ারত করা অনেক নেকির কাজ। আর মহান আল্লাহ তায়ালা কুরআনুল কারীমে অনেক আয়াত বর্ণনা করেছেন। যেমন- আল্লাহ বলেন :
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا.
অর্থাৎ তােমাদের মধ্যে যাদের সামর্থ আছে তারা যেন হজ পালন করে
অন্যত্র আল্লাহ তায়ালা বলেন : ان اول بيت وضع للناس للذي ببكة
অর্থাৎ, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়েছে তা মক্কায় অবস্থিত।
** উপরােল্লিখিত আয়াত থেকে প্রমাণিত হয় যে, কাবাই আল্লাহর নির্মিত প্রথম ঘর এবং অনেক সম্মানিত।
(ঘ). ইব্রাহিম এবং হাফিজ দুই বন্ধু। এক আলােচনার মধ্যে ইবরাহিম বলল, মহান আল্লাহ সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন তা হলাে, কাবা ঘর। এই ঘর সম্মানিত ঘর। মহান আল্লাহ তায়ালা বাইতুল্লাহকে সম্মানিত করেছেন। অন্যদিকে হাফিজ বলল বাইতুল মুকাদ্দাস পৃথিবীর সম্মানিত ঘর। কিন্তু এখানে হাফিজের কথাটা ঠিক নয়। এখানে, হাফিজের কথাটা ঠিক নয়। কেননা আল্লাহ তায়ালা সর্ব প্রথম কাবাকে তৈরি করেছেন। সমস্ত সৃষ্টিকুল সৃষ্টি করার পূর্বে তিনি কাবাঘর সৃষ্টি করে ইহাকে সম্মানিত করেছেন। আল্লাহ এ ব্যাপারে কুরআনে ইর্শাদ করেন। :
অর্থাৎ, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয়েছে তা মক্কায় অবস্থিত। এটি বরকতময় এবং বিশ্ববাসির জন্য পথ প্রদর্শক। অতএব , পরিশেষে আমরা বুঝতে পারি হাফিজের কথাটা ঠিক নয়।
***হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন মাক্স পড়ুন এবং নিরাপদ থাকুন সামাজিক ডিসটেন্স বজায় রাখুন।