এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?

উত্তরঃযে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে।এন্টিবায়োটিক সিরাপ একটি সাসপেনশন।

তাই বোতল রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে।তাই ঔষুধ সেবনের পূর্বে ঊষুধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার কারণে ঔষুধের বোতল ঝাকিয়ে নিতে হয়।

Related Posts

1 Comment

মন্তব্য করুন