ইমপ্রেস করার মেসেজ

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই?আশাকরি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই রইলো।
ভালোবাসা পৃথিবীর মধুর সম্পর্কগুলোর মধ্যে একটি। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই কখনো না কখনো প্রেমে পড়েছে। আজকাল তরুণ প্রজন্মের মধ্যে ভালোলাগার মানুষের সামনে নিজেকে সঠিক,সুন্দর এবং গুছানোভাবে উপস্থাপন করার প্রবণতা দেখা যায়।কারণ মানুষ তার প্রিয় মানুষের কাছে নিজের ভালো গুণগুলো তুলে ধরতে চায়। কখনোই খারাপ গুণগুলো তুলে ধরার চায় না। যার জন্য তাদের পরবর্তী জীবনে নানান ধরণের ঝামেলা দেখা যায়। তাই প্রতিটি মানুষই তার প্রিয় মানুষকে ইম্প্রেস করতে চায়। কিন্ত কিভাবে প্রিয় মানুষকে ইম্প্রেস করতে হবে তা অনেকেই জানেন না। তাই আজ আমি কিভাবে প্রিয় মানুষকে ইম্প্রেস করার উপায় তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে:
১.সবসময় নিজের ব্যক্তিত্তকে প্রাধান্য দিবেন।
২.ভালো খারাপ মিলিয়ে মানুষ। তাই সবসময় নিজের ভালো খারাপ গুণগুলো তুলে ধরার চেষ্টা করুন।
৩.সকল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।
৪.তার পছন্দ এবং অপছন্দকে গুরুত্ত দিন
৫.নিজে ভালো থাকুন এবং তাকেও ভালো থাকতে দিন
৬.অহেতুক মন মালিন্যের মাঝে নিজেদের জড়াবেন না।
৭.সবসময় সত্যকথা বলার চেষ্টা করুন।
৮. বিশ্বাস করুন একজন অন্যজনের প্রতি।
৯.সবসময় খানিক দুরুত্ত বজায় রাখুন
১০.কখনোই কারো সামনে নিজের তুলনা করবেন না।
১১.একে অপরের পরিবারের সাথে নিজেদের সুসম্পর্ক বজায় রাখুন।
১২.নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তস্টু থাকার চেষ্টা করুন।
১৩.নিজেদের নিয়ে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন।
১৪.একে অপরের সিদ্ধান্তকে গুরুত্ত দিন।
১৫.শুধু নিজের ভালো ভাবা বাদ দুইজনের জন্য যা ভালো হবে সে সিদ্ধান্ত নিন।
কাউকে ইম্প্রেস করতে গিয়ে নিজের ব্যক্তিসত্তা হারিয়ে আসবেন না। বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজের ব্যক্তিত্ত বজায় রাখার চেষ্টা করুন।দিনশেষ এ সিদ্ধান্ত যাই আসুক না কেন নিজের সম্মানহানি কখনোই করবেন না। ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

 

Related Posts

10 Comments

মন্তব্য করুন