এখন আমি আলোচনা করব এইচটিএমএল এর লিস্ট আইটেম নিয়ে।এর আগে আগে দুইটা পার্টে আমি লিস্ট আইটেম নিয়ে আলোচনা করেছি। এইচটিএমএল নিয়ে যারা কাজ করছেন তারা দেখে নিবেন । এখন আমি আলোচনা করবো ডেফিনিশন লিস্ট নিয়ে । এইচটিএমএল এর ৩ নাম্বার লিস্ট ডেফিনিশন লিস্ট হচ্ছে ।এইচটিএমএল এ ব্যবহৃত এক বিশেষ ধরনের লিস্ট হলো এই লিস্ট। এ লিস্ট অন্যান্য লিস্ট হতে কিছুটা ভিন্ন ধরনের। কোন একক আইটেমসমুহের তালিকা নয় ।এর ফরমেট অনেকটা ডিকশনারি মতো।লিস্টের কোনো আইটেমের জন্য যখন বর্ণনা প্রয়োজন তখন এই ফরম্যাট ব্যবহার করা হয়। ডেফিনিশন লিস্ট দুইটি অংশে বিভক্ত। এই দেফিনিশন লিস্ট শুরু হয় ডি এল ট্যাগ দিয়ে এবং প্রতিটি আইটেম শুরু হয় দির্টি ত্যাগ দিয়ে আর প্রতিটি বর্ণনা ডিডি ট্যাগ দিয়ে।এর মধ্যে প্যারাগ্রাফ লাইন ব্রেক এবং অন্যান্য লিস্ট সমূহ বসানো যায় ।এখানে উল্লেখ্য ডিটি এবং ডিডি ২ টি এমপেটি ট্যাগ তাই এদের শেষ ট্যাগ ব্যাবহার না করলেও চলে।চলুন কোডিং এ যাই।
<html>
<head><title>our clg</title>
</head>
<body>
<dl>
<dt>bangladesh [এখানে বাংলাদেশ হচ্ছে বিষয়য়]
<dd>it is a nice country[ আর এখানে বিষয়ের বর্ণনা]
<dt>shawon
<dd>is a programer
</dl>
</body>
</html>
সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।