আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভাল আছেন
বর্তমান সময়ে কিছু সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে স্মার্ট ফোন ইউজ করেন না এমন মানুষ খুবই কম আছে কিন্তু স্মার্টফোনের কিছু সমস্যা আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না যেমন ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়. ফোনের চার্জ এর জন্য আমরা যে কোন জায়গায় গেলে ফোনের চার্জার সাথে নিয়ে যেতে হয়. এটা খুব বিরক্তিকর একটা সমস্যা, আজকে বলব কিভাবে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ যেন না হয় তার কিছু ট্রিক.
1/ আমরা অনেকেই মোবাইল বিভিন্ন ধরনের অ্যাপস এবং গেমস ইনস্টল করে থাকি. মোবাইলের চার্জ শেষ হওয়ার প্রধান কারণ হলো এই এপস এবং গেমস গুলো, অ্যাপস এবং গেমস গুলো মোবাইলের চার্জ খেয়ে থাকে, আপনি যখন কোন গেম ওপেন করেন সেটি যদি পুরোপুরি ভাবে না কেটে দেন তাহলে অ্যাপসটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং ফোনের চার্জ সে টানতে থাকে. সেজন্য যদি কোন অ্যাপস বা গেমস ওপেন করেন সেটা রিসেন্ট বাটন থেকে কেটে দিবেন.
2/ আপনার মোবাইলের জিপিএস ব্লুটুথ এবং ইন্টারনেট কানেকশন যদি চালু থাকে তাহলে সেগুলো বন্ধ করে দিন যদি আপনি সেগুলো ব্যবহার না করেন. কারণ ইন্টারনেট জিপিএস এবং ব্লুটুথ এগুলো একটা নেটওয়ার্কের মাধ্যমে আবদ্ধ থাকে সেই কারণে আপনার মোবাইলে চার্জ শেষ হতে থাকে.
3/ আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন অবশ্যই ফোনের রেস্ট্রাইক্ট মুড ওপেন করে তারপর ইন্টারনেট ব্যবহার করবেন. কারণ মোবাইলের ইন্টারনেট কানেকশন চালু হওয়ার সাথে সাথে মোবাইলের যাবতীয় অ্যাপস গুলো আপডেট হতে থাকে সেজন্য রেস্ট্রিক ওপেন করে দেবেন.
বন্ধুরা আপনারা যদি এ তিনটা নিয়ম মেনে চলেন তাহলে আপনার ফোন এর চার্জ কখনোই তাড়াতাড়ি শেষ হবে না.